(Source: ECI/ABP News/ABP Majha)
গাউন এতই বড়, বসতে লাগল ৪টি আসন, ‘কম্বল নিয়ে ঘুমোতে এসেছ’ ট্রোল হলেন উর্বশী
দীপিকা জিতলেন ‘মোস্ট পাওয়ারফুল’ অভিনেত্রীর পুরস্কার।
নয়াদিল্লি: সম্প্রতি গুয়াহাটিতে হয়ে গেল ফিল্মফেয়ার ২০২০-এর জমকালো অনুষ্ঠান। দীপিকা পাড়ুকোন জিতলেন ‘মোস্ট পাওয়ারফুল’ অভিনেত্রীর পুরস্কার। ‘গালি বয়’ ছবির জন্য সেরা পরিচালকের শিরোপা গেল জোয়া আখতারের ঝুলিতে। ওই ছবির জন্যই সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিংহ। এই অনুষ্ঠানে এক্সিলেন্স ইন সিনেমার পুরস্কার দেওয়া হয়েছে গোবিন্দাকে। লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত হয়েছেন রমেশ সিপ্পি। এরই মধ্যে সংবাদ শিরোনামে এলেন ‘পাগলাপন্তি’ ছবির অভিনেত্রী উর্বশী রাউতেলা।
ফিল্মফেয়ার অনু্ষ্ঠানে লাল রঙের একটি গাউন পরেছিলেন উর্বশী। যা তৈরি করতে সময় লেগেছে ৭৩০ ঘণ্টা। এই গাউন দৈর্ঘে এতই বড় ছিল যে নায়িকার একার পক্ষে তা সামাল দেওয়া সম্ভব হয়নি। উর্বশীর টিম তাঁর গাউন সামলে দিয়েছে। তার জন্য তাঁদের ধন্যবাদও জানিয়েছেন বলি তারকা।
ফিল্মফেয়ারে ওই বিশালায়তন গাউন নিয়ে বসতে ৪টি আসন লেগেছে উর্বশীর। সেই ভিডিও নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নায়িকা। তারপরই তাঁকে নিয়ে শুরু হয় ট্রোল। নেটিজেনদের কটাক্ষ, ‘বাড়ির কম্বল নিয়ে ঘুমোতে এসেছ’। একজন আবার বলেছেন, ‘অনেকে টাকা খরচ করে ফিল্মফেয়ারের টিকিট কেটেছেন। সেখানে তুমি ৪টি আসন দখল করে বসলে।’