এক্সপ্লোর
থামতে নারাজ! বিস্ফোরক কঙ্গনা, ২০১৪-এ ব্রেকআপের পরও হেনস্থা, নজরদারি চলেছে হৃত্বিকের
![থামতে নারাজ! বিস্ফোরক কঙ্গনা, ২০১৪-এ ব্রেকআপের পরও হেনস্থা, নজরদারি চলেছে হৃত্বিকের Hrithik Kept Harassing Stalking Me After Our Break Up In 2014 Kangana থামতে নারাজ! বিস্ফোরক কঙ্গনা, ২০১৪-এ ব্রেকআপের পরও হেনস্থা, নজরদারি চলেছে হৃত্বিকের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/09/02082701/kangana.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ২০১৬ সালের শুরুর দিকে শুরু হয়েছিল হৃত্বিক-কঙ্গনা বিতর্ক। তারপর দীর্ঘসময় কাদা ছোড়াছুড়ির থেকে নিজেদের সরিয়ে রেখেছিল দুপক্ষই। কিন্তু দীর্ঘ বিরতির পর সম্প্রতি এক সাক্ষাত্কারে ফের এই প্রসঙ্গ নিয়ে মুখ খোলেন কঙ্গনা। তারপর প্রায় প্রতিদিনই নিজের জীবনের সেই বিতর্কিত সময় নিয়ে নানা বিস্ফোরক মন্তব্য করছেন অভিনেত্রী। কখনও তিনি বলছেন, মেয়েদেরই ভয় অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ার, ধর্ষণ করিয়ে সেই ভিডিও ভাইরাল করিয়ে হেনস্থা করার। তাই একটা সময় তিনিও নিজের জীবন নিয়ে সংশয় ভুগছিলেন। কিন্তু আজ সেই সমস্ত ঝড় কাটিয়ে সে এক অন্য মানুষ। চান হৃত্বিক তাঁর সামনে আসুক, মুখোমুখি দাঁড়াক, বলুক, কেন সে গোটা দুনিয়ার কাছে অস্বীকার করেছে, তাঁদের সম্পর্কের কথা।
কঙ্গনার অভিযোগ, ২০১৪ সালে তাঁদের ব্রেকআপ হয়ে যাওয়ার পরও হৃত্বিক তাঁকে হেনস্থা করেছেন, চোখে চোখে রেখেছেন। কঙ্গনার কথায়, যাঁর কাছে পরিবারের সম্মান, সন্তানদের সামনে নিজের ইমেজ, স্ত্রীর সামনে নিজের ইমেজ এতটা গুরুত্বপূর্ণ, তাঁর উচিত্ই নয় প্রেম করা, কোনও সম্পর্কে জড়ানো।
একসময় রাকেশ রোশনের কাছে ছেলের আচরণ সম্পর্কে নালিশ করে হৃত্বিকের সঙ্গে একবার দেখা করিয়ে দেওয়ার জন্যে বলেছিলেন কঙ্গনা। কিন্তু অভিনেত্রীর দাবি রাকেশ রোশন কথা দিলেও, এখনও পর্যন্ত সেই বৈঠক হয়নি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)