এক্সপ্লোর
Advertisement
বলিউডে পক্ষপাতিত্ব রয়েছে, হুমা কুরেশির স্বীকারোক্তি
মুম্বই: হুমা কুরেশির মাঝে মধ্যেই মনে হয়, মুম্বইয়ে কেরিয়ার তৈরির জন্য বয়সে বড় কারও উপদেশ পেলে ভাল হত। তাহলে বলিউডের ছত্রে ছত্রে যে পক্ষপাতিত্ব ও স্বজনপোষণ ঘাঁটি গেড়েছে, তা কেটে বার হতে পারতেন তিনি। জানিয়েছেন হুমা নিজেই। তাঁর স্পষ্ট কথা, বলিউডে পক্ষপাতিত্ব কাজ করে না বললে নির্জলা মিথ্যে বলা হবে।
ইন্ডাস্ট্রির মানুষদের রীতিমত পরিশ্রমী বলে ব্যাখ্যা করেছেন হুমা। কিন্তু জানিয়েছেন, বলিউডের রন্ধ্রে রন্ধ্রে স্বজনপোষণ। নিজের লোক ছাড়া এখানে অন্য কাউকে কাজ দেওয়া প্রায় হয়ই না।
তাঁর কথায়, ইন্ডাস্ট্রির লোকেরা পরিশ্রমী ঠিকই কিন্তু ভেতরে নিজের লোক থাকা কাজ পাওয়ার ক্ষেত্রে অত্যাবশ্যক। ইন্ডাস্ট্রিতে তাঁর বন্ধুদের অনেক পরিচিত রয়েছে। কিন্তু তিনি এখনও এমন কাউকে চেনেন না। অনেক সময় দেখা যায়, তাঁর কাউকে ফোন করার নেই, এমন কেউ নেই যাঁর সঙ্গে বসে নিজের কেরিয়ার পরিকল্পনা করতে পারেন, কোন ছবিতে কাজ করবেন তা ঠিক করতে পারেন। কোনও বয়স্ক মানুষ এ সময়টা সাহায্যের জন্য থাকলে খুব ভাল হয়।
২০১২-য় ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ ছবি থেকে বলিউডে পা রাখেন হুমা। তাঁর অভিনয় উচ্চ প্রশংসিত হয়। কিন্তু হুমা জানিয়েছেন, তারপর থেকে বারবার তাঁর কাছে একই ধরনের ছবির অফার আসতে থাকে। সবই সেই গ্রামের রুখাসুখা নারী চরিত্র। এমনকী তাঁকে কথা বলতে দেখে লোকে অবাক হয়ে প্রশ্ন করেছে, ও তুমি ইংরেজি জান?
‘বদলাপুর’ ছবির ২ বছর পর মুক্তি পেতে চলেছে হুমার আগামী ছবি ‘জলি এলএলবি টু’। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন অক্ষয় কুমার। ১০ তারিখ মুক্তি পাবে ছবিটি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফুটবল
জেলার
জেলার
Advertisement