এক্সপ্লোর
Advertisement
এঁর সম্পর্কে বেশি মুখ খুললে জেলে যেতে পারেন অর্জুন রামপাল!
মুম্বই: ড্যাডি সম্পর্কে বেশি কিছু বলতে ভয় পাচ্ছেন অর্জুন রামপাল। জেলে যাওয়ার ভয়। সে কথা পরিষ্কার জানিয়েওছেন তিনি।
না, এ ড্যাডি অর্জুন রামপালের বাবা নন। তাঁর আগামী ছবি। এতে অর্জুন করছেন গ্যাংস্টার থেকে রাজনীতিক হওয়া অরুণ গাওলির চরিত্র। তিনি জানিয়েছেন, ছবিটির জন্য প্রচুর রিসার্চ করতে হয়েছে। তাতে এমন সব বিষয়ও আছে, যদি সে ব্যাপারে বেশি কিছু বলেন, তবে জেল হয়ে যেতে পারে।
অর্জুনের কথায়, এ ধরনের ছবি করতে হলে এই জগতের লোকজনের সঙ্গে মেলামেশা করা জরুরি, জরুরি তাদের সঙ্গে কথা বলা। তা ছাড়া গাউলির পরিবারের সম্মতি পেতে হয়েছে, বোঝাতে হয়েছে, এটা কোনও প্রচারমূলক ছবি নয়।
এমনকী অরুণ গাওলির সঙ্গেও দেখা করেছেন অর্জুন। তখন প্যারোলে মুক্ত ছিলেন গাওলি। তিনি বলেন, ছবিতে যেন তাঁকে নায়ক করে না দেখানো হয়, যেমন তাঁর জীবন, ঠিক সেভাবেই যেন দেখানো হয় গল্পে।
গাওলি আরও বলেন, তাঁর গল্প দেশের বেশিরভাগ মানুষের কথা বলে, যারা বাঁচার জন্য সব কিছু করতে রাজি। কিন্তু এই সিস্টেমে চাইলেও পরিবর্তন সম্ভব নয়।
সম্ভবত জুলাইতে মুক্তি পাচ্ছে ড্যাডি। অর্জুন ছাড়াও ছবিতে রয়েছেন ফারহান আখতার, তাঁকে দেখা যাবে দাউদ ইব্রাহিমের চরিত্রে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
ক্রিকেট
জেলার
Advertisement