এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপ থেকে ভারতের বিদায় নিয়ে ট্যুইট ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড বিবেক ওবেরয়
সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে মাঝেমধ্যেই বিপাকে পড়েন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। তাঁকে আরও একবার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের তোপের মুখে পড়তে হল। গত শুক্রবার ট্যুইটারে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের জন্য একটি জিআইএফ পোস্ট করেছেন।
মুম্বই: সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে মাঝেমধ্যেই বিপাকে পড়েন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। তাঁকে আরও একবার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের তোপের মুখে পড়তে হল। গত শুক্রবার ট্যুইটারে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের জন্য একটি জিআইএফ পোস্ট করেছেন।
ওই জিআইএফ-টিতে এক ভারতীয় সমর্থককে হেঁটে আসতে দেখা যাচ্ছে। তাঁর সামনে দাঁড়িয়ে এক মহিলা। ভারতীয় দলের সমর্থকটি ভাবছিলেন, ওই মহিলা তাঁকে আলিঙ্গন করবেন। কিন্তু শেষপর্যন্ত তাঁর পিছনে থাকা অন্য একটি ব্যক্তিকে আলিঙ্গন করেন ওই মহিলা।
বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিদায়ের পরিপ্রেক্ষিতে বিবেক ওই জিআইএফ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় সমর্থকদের এই হালই হয়েছে।
বিবেকের এই ট্যুইট সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ আদৌ ভালোভাবে নেননি। একজন ব্যবহারকারী লিখেছেন, 'মাননীয় ওবেরয়, পরিণতমনস্ক হোন, নাহলে লোকজন আপনাকে হাল্কাভাবেই নেবেন'। অন্য একজন টিম ইন্ডিয়ার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য বিবেককে অনুরোধ করেছেন। তিনি লিখেছেন, 'ওরা অন্তত দেশের জন্য লড়াই করে সেমিফাইনালে পৌঁছেছিল। আপনার মতো প্রতিটি ফ্লপ সিনেমার মাধ্যমে নক আউট হয়ে যায় না। টিম ইন্ডিয়ার প্রতি শ্রদ্ধাশীল হোন'। আর একজনের কটাক্ষ, 'এমনটাই হয়েছে আপনার কেরিয়ারের আকাঙ্খা পূর্ণ করার ক্ষেত্রে। আপনার কোনও সিনেমা ৫০ কোটি টাকা লাভ করেছেন কিনা, তা জানান। তা দেখতে পারলে খুশি হব'। গত মে মাসে বুথ ফেরত সমীক্ষা নিয়ে ঐশ্বর্য রাই বচ্চন ও সলমন খান সম্পর্কে কুরুচিকর মেমে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন।This is what happened to Indian fans in the #WC semi finals! #CWC19 #WorldCupSemiFinal #INDvsNZ #indiavsNewzealand pic.twitter.com/JuayObK02R
— Vivek Anand Oberoi (@vivekoberoi) July 12, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement