এক্সপ্লোর
Advertisement
আমি হলাম শাহরুখ খান, অন্য কেউ হতে যাব কেন, মন্তব্য এসআরকের
মুম্বই: সমসাময়িক তারকাদের সাফল্য দেখে যদি তিনি ঈর্ষাণ্বিত হয়ে পড়েন, তবে তাঁর এত খ্যাতি আর তারকার ছটা কোনও কাজে আসবে না। বললেন শাহরুখ খান।
৫১ বছরের অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল, ২৫ বছরের বেশি সময় বলিউডে কাটিয়ে দেওয়ার পর অন্য অভিনেতাদের সাফল্য দেখে তাঁর ওপর কতটা প্রভাব ফেলে। জবাবে এসআরকে বলেন, তাহলে আর তারকা হয়ে লাভ কী হল, যদি এর পরেও অন্যের খ্যাতির কথা ভেবে মাথা খারাপ করতে হয়! কেন অন্য কারও সম্পর্কে ভাবব, অন্য কারওর সাফল্য নিয়ে মাথা ঘামাব বা নিজেকে অন্যের সঙ্গে তুলনা করব।
তাঁর কথায়, তাঁর কাছে সব কিছু আছে, তাই নিজের আয়না ছাড়া অন্যর দিকে তাকানোর কারণ নেই। বরং অনেকে নিশ্চয় আছেন, যাঁরা শাহরুখ খান হতে চান। তিনি নিজেই সেই শাহরুখ, অন্য কেউ হতে চাইবেন কোন দুঃখে।
তাঁর কথায়, তিনি যখন বলিউডে আসেন, তাঁর কাছে কিচ্ছু ছিল না। না টাকা, না বাড়ি, ভবিষ্যৎ বলে কিছু নেই, বাবা মাও মৃত। যা করা উচিত মনে হয়েছিল তখন, তাই করেছেন। হারানোর কিছু ছিল না। কিন্তু এখন তাঁর সব আছে। এখন মনে হয়, কত কিছু হারানোর আছে তাঁর।
অন্য আর একভাবে যদি তাকান, তাহলে মনে হবে, কত কিছু অর্জন করেছেন তিনি। হারানোর চেষ্টা করলেও সব যাবে না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
অফবিট
Advertisement