Iman-Nilanjn Anniversary: নীলাঞ্জনের সঙ্গে প্রথম সাক্ষাৎ থেকে বিয়ের আসর, বিবাহবার্ষিকীতে স্মৃতি রোমন্থন ইমন চক্রবর্তীর
Iman-Nilanjn Anniversary: ২০২১ সালের ২ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষ। কিছুদিন আগেই তাঁদের রেজিস্ট্রি ম্যারেজের ১ বছর পূরণ হয়। সেদিনও মিষ্টি পোস্ট করেছিলেন দু'জনেই।
কলকাতা: লাল বেনারসী, গা ভর্তি গয়না, সিঁথিতে সদ্য পরানো সিঁদুর, লজ্জাবস্ত্রে মুখ ঢাকবার আগেই লজ্জায় লাল মুখ নিচু হয়ে গিয়েছে, সঙ্গে ঠোঁটে লেগে লাজুক হাসি। তার পাশে সহাস্য বদনে বর। একবছর আগের সেই ছবিই পোস্ট করে প্রিয় 'বন্ধু' ও 'পথপ্রদর্শক' ও সর্বোপরি জীবনসঙ্গীকে বিবাহ বার্ষিকীর ভালবাসা জানালেন গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। বর সঙ্গীতশিল্পী নীলাঞ্জন ঘোষের (Nilanjn Ghosh) জন্য লিখলেন লম্বা পোস্ট। মিষ্টি খোলা চিঠি।
বিয়ের প্রথম তারিখ, আনুষ্ঠানিকভাবে, সমাজের সকলের সামনে হাতে হাত রেখে, সাত পাক ঘোরার এক বছর উদযাপন। বছর বছর এই দিনটাই তো মনে করায় সেই সুখস্মৃতি। তবে এদিন পোস্ট লিখতে বসে খানিক নস্ট্যালজিকই মনে হল ইমনকে। ক্যাপশন শুরু করলেন তাঁদের প্রথম সাক্ষাৎ দিয়ে। গায়িকার কথায় প্রথম আলাপে নাকি তাঁকে 'পাত্তা' দেননি নীলাঞ্জন। তবে কবে কোথায় প্রথম দেখা, কবে থেকে প্রথম কথা শুরু, সব কিছুর দিন ক্ষণ একেবারে মুখস্থ রেখেছেন ইমন। ভালবাসা তো এমনই হয়! তাঁর কথায়, 'আমাদের একসঙ্গে থাকাই ভাগ্যে ছিল।'
সোশ্যাল মিডিয়ায় এদিন ইমন চক্রবর্তী লেখেন, 'Nilanjn, আমাদের প্রথম দেখা হয়েছিল 2019 সালে. তোমার recording studio তে . পাত্তা দাওনি . ভালোই করেছিলে . গান গেয়ে বেরিয়ে গেছিলাম. It was 26th September. তোমার মনে নেই. Then we met at Delhi airport. তারপর গান পাঠানোর পর্ব . তারপর Shooting. সেইদিনো No পাত্তা. বেশ কিছুদিন পরে Zakir জির একটি show দেখে কাউকে খুঁজে na পেয়ে তোমায় phone করেছিলাম. And that was the beginning. We were destined to be together. সম্পূর্ণ আলাদা স্বভাবের দুটো মানুষ একসাথে পথ চলা শুরু করলো . আমি কিন্তু জানতাম এই লোকটাকে হাতছাড়া করা যাবেনা . মা বাবাই আমার পরিবার আমার খুব কাছের কিছু মানুষ গুলো ছাড়া কেউই আমায় খুব একটা বোঝেনা . বা বুঝলে ভুল ই বোঝে. তুমি বুঝেছো . পাগলামি গুলোকে ভালোবেসেছো . কিচ্ছু চাওনি , শুধু যত্ন করেছো . যদিও ঝগড়া গুলো আমিই মেটাই . তুমি মোটেই সেই ক্ষেত্রে দায়িত্ব নাওনা . তা যাই হোক . Thanks for being my friend philosopher and guide. You are a great person, a great human being. A good Son, a best brother and a bestest husband. I love you.' (অপরিবর্তিত)
এরপর বিয়ের দিনে নীলাঞ্জনের খুনসুটির কথাও ফাঁস করলেন ইমন। তাঁরা না কি বিয়ে সেরেছিলেন মাত্র ১৫ মিনিটে। সেই কৃতিত্ব দিলেন স্বামীকেই। বললেন, 'একবছর আগে আজকের দিনে পুরুৎ মশাইকে হেব্বি বার খাইয়ে ঠিক 15 মিনিটে বিয়ে সেরে আমায় খুব জোর বাঁচিয়েছিলে .' (অপরিবর্তিত)
View this post on Instagram
তবে কেবল এত সুন্দর সুন্দর কথা বলেই থামেননি ইমন। পোস্টের শেষে জুড়েছেন বরের কাছে প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে বেশ কিছু আবদারও। 'অনেক ভাল ভাল কথা' লেখার বদলে হুকুম করেছেন 'ক্যান্ডল লিট ডিনার'-এর ব্যবস্থা করতে। অবশ্য স্বামীর ওপর শুধু দায়িত্ব চাপিয়ে দিতে নারাজ ইমন। তাই তো 'গিফট ছাড়' দিয়েছেন।
ইমন ও নীলাঞ্জনকে বিয়ের প্রথম জন্মদিনে অনেক শুভেচ্ছা।
আরও পড়ুন: Sabyasachi Aindrila: সব্যসাচীর সঙ্গে গঙ্গাবক্ষে ঐন্দ্রিলা, ছবির ক্যাপশানে খুনসুটি অভিনেতার