এক্সপ্লোর
Madhuri Dixit: ভয় পান খরগোশে, পেয়েছিলেন সলমন খানের থেকেও বেশি পারিশ্রমিক! অজানা মাধুরী দীক্ষিত
Madhuri Dixit Unknown Facts: অভিনয়ের পাশাপাশি নাচেও ভীষণ দক্ষ অভিনেত্রী। ছোটবেলা থেকেই নাচ শেখেন তিনি। মাত্র ৩ বছর বয়স থেকে নাচ শিখতে শুরু করেন মাধুরী দিক্ষীত।

অজানা মাধুরী দিক্ষীত
1/10

বয়স তাঁকে ছুঁতে পারে না। তিনি মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। অভিনেত্রীকে চেনেন না এমন মানুষ নেই, তবে অভিনেত্রী সম্পর্কে এই সমস্ত তথ্যগুলি আপনি জানেন কী?
2/10

অভিনয়ের পাশাপাশি নাচেও ভীষণ দক্ষ অভিনেত্রী। ছোটবেলা থেকেই নাচ শেখেন তিনি। মাত্র ৩ বছর বয়স থেকে নাচ শিখতে শুরু করেন মাধুরী দিক্ষীত।
3/10

গুরু পূর্ণিমার অনুষ্ঠানে নাচ করার জন্য প্রথমবার খবরের কাগজে ছবি বেরোয় মাধুরীর। তখন তাঁর বয়স সাত কি আট বছর।
4/10

১৯৮৪ সালে প্রথমবার অভিনয়ে পা রাখেন মাধুরী দিক্ষীত।
5/10

'হাম আপকে হ্যায় কৌন' ছবিতে মাধুরী সলমন খানের (Salman Khan) থেকে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন।
6/10

M.F. Hussain মাধুরীর 'হাম আপকে হ্যায় কৌন' ছবিটি দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি সেই ছবিটি ৬৭ বার দেখেছিলেন। পরবর্তীতে তিনি মাধুরীকে নিজের ছবিতে কাস্টও করেন।
7/10

মাধুরী দিক্ষীত ভয় পান খরগোশে। Sahiba ছবির সময় একবার তাঁকে খরগোশ কামড়ে দিয়েছিল। সেই থেকে মাধুরীর খরগোশে ভয়।
8/10

মাধুরী আমিষ খাবার খেতে ভালবাসেন। কড়া ডায়েট করেন বটে, তবে দিনে একবার ভাত বা রুটি তাঁর চাইই চাই।
9/10

মাধুরী ৬টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ও ১৩ বার নমিনেটেড হয়েছেন। বলিউডে এটাই সবচেয়ে বেশি বারের নমিনেশন।
10/10

মাধুরী দিক্ষীত পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।
Published at : 13 Dec 2024 12:11 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
