Samay Raina: 'ভিডিও নয়, সশরীরে হাজিরা দিন', সময় রায়নাকে কড়া বার্তা মুম্বই সাইবার সেলের
India's Got Latent Controversy: কমেডিয়ান সময় রায়নাকে আগামীকাল ১৮ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের সাইবার সেল।

Samay Raina: আরও চাপে কমেডিয়ান সময় রায়না। মহারাষ্ট্র সাইবার সেল সাফ জানিয়ে দিয়েছে ১৮ ফেব্রুয়ারি সশরীরে তাঁকে হাজিরা দিতে হবে। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন সময়। সেখানে শো করছেন তিনি। মহারাষ্ট্র সাইবার সেল- এর সমনে তিনি আবেদন জানিয়েছিলেন ভিডিও কনফারেন্সের তাঁর বয়ান রেকর্ড করার। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে মহারাষ্ট্রের সাইবার সেল। সময় রায়নাকে জানানো হয়েছে, তাঁকে সশরীরেই হাজিরা দিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, মার্চ মাসে দেশে ফেরার কথা রয়েছে এই কমেডিয়ানের। অথচ আগামীকালই তাঁকে সশরীরে হাজিরা দিতে বলেছে মহারাষ্ট্রের সাইবার সেল। এই তদন্তে আগামী দিনে কী হয়, সময় রায়না কবে হাজিরা দেন, সেটাই এখন দেখার।
ইউটিউবে সময় রায়না একটি শো করেন। কমেডিয়ানের এই শো- এর নাম India's Got Latent । আর এই শো- এর একটি এপিসোড নিয়েই শুরু হয়েছে চরম বিতর্ক। যে এপিসোড নিয়ে বিতর্ক সেখানে প্যানেলিস্ট হিসেবে হাজির ছিলেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া, ওরফে বিয়ারবাইসেপস। এক প্রতিযোগীর সঙ্গে কথোপকথনে চূড়ান্ত অশালীন মন্তব্য করেছেন। এই শো- তে আসা এক প্রতিযোগীকে রণবীর জিজ্ঞেস করেছেন, “Watch your parents have sex every day for the rest of your life. Or would you join in once and stop it forever?" এই ভিডিও ক্লিপিং ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ার সমস্ত মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। তীব্র কটাক্ষের শিকার হয়েছেন রণবীর এলাহাবাদিয়া।
রণবীরের পাশাপাশি সময়-সহ ওই শো- এর সেদিনের এপিসোডে আসা অন্যান্য প্যানেলিস্টরাও সমন পেয়েছেন। রণবীরের নামে একাধিক রাজ্যে একাধিক এফআইআর দায়ের হয়েছে। সূত্রের খবর, India's Got Latent বিতর্কে অন্তত ৪০ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। তাঁদের মধ্যে কয়েকজনকে সমনও পাঠিয়েছে এই ঘটনার অন্যতম তদন্তকারী সংগঠন মহারাষ্ট্রের সাইবার সেল এবং মুম্বই পুলিশ। কিছু লোকের বয়ান এর মধ্যেই রেকর্ড করা হয়েছে। অনেকে হাজিরার তারিখে পৌঁছাননি। তাঁদের ফের সমন পাঠানো হয়েছে।
রণবীর এলাহাবাদিয়া এবং সময় রায়না ছাড়াও এই বিতর্কে নাম জড়িয়েছে কনটেন্ট ক্রিয়েটর অপূর্বা মখিজার। তাঁর বয়ান ইতিমধ্যেই রেকর্ড করেছে পুলিশ। তবে এই বিতর্কের জেরে রাজস্থান ট্যুরিজমের একটি শ্যুটিং থেকে বাদ পড়েছে অপূর্বার নাম। এই শ্যুটিং করা হচ্ছে আইআইএফএ- এর সঙ্গে একত্রিত হয়ে। আইআইএফএ কর্তৃপক্ষই অপূর্বার নাম বাদ দিয়েছে তালিকা থেকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
