এক্সপ্লোর
Advertisement
‘পিয়া তোসে ন্যায়না লাগে’ গানের তালে নাচ জাহ্নবীর, সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল ভিডিও
বলিউডের বর্তমান অভিনেতা ও অভিনেত্রীদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। জাহ্নবী কপূরও এর ব্যতিক্রম নন। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিভিন্ন ছবি ও ভিডিও প্রায়ই সামনে আসে। এবার তিনি একটি ভিডিও শেয়ার করেছেন।
মুম্বই: বলিউডের বর্তমান অভিনেতা ও অভিনেত্রীদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। জাহ্নবী কপূরও এর ব্যতিক্রম নন। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিভিন্ন ছবি ও ভিডিও প্রায়ই সামনে আসে। এবার তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তাঁকে পুরানো দিনের সিনেমা ‘গাইড’-এক জনপ্রিয় গান ‘পিয়া তোসে ন্যায়না লাগে’-র তালে নাচতে দেখা গেল।
জাহ্নবীর সঙ্গে তাঁর কোচকেও ডান্স করতে দেখা গিয়েছে ভিডিওতে। সোশ্যাল মিডিয়ায় জাহ্নবীর এই ভিডিও তাঁর অনুরাগীদের নজর কেড়ে নিয়েছে। এই ভিডিও ইতিমধ্যেই সাত লক্ষের বেশি ভিউ হয়েছে। অনুরাগীদের সঙ্গে অনেক বলিউড তারকাও জাহ্নবীর এই ডান্সের প্রশংসা করেছেন।
ভিডিও শেয়ার করে জাহ্নবী লিখেছেন, ভারসাম্য হারালে নাটকীয়ভাবে শেষ করতে হয়। ভিডিওতে জাহ্নবীকে একেবারে সঠিকভাবে নাচতে দেখা গিয়েছে। কিন্তু শেষে ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর পাশে থাকে সোফাতে বসে পড়েন তিনি। জাহ্নবীকে নীল ও সাজা চুড়িদার কামিজ পরে ডান্স করতে দেখা গিয়েছে। তবে এখনও জানা যায়নি যে, জাহ্নবী কোনও সিনেমার জন্য অনুশীলন করছিলেন কিনা। অনুমান করা হচ্ছে যে, আসন্ন তখত সিনেমায় জাহ্নবীকে দেখা যেতে পারে। এ জন্যই তিনি নৃত্য অনুশীলন শুরু করে দিয়েছেন। যদিও সিনেমায় তাঁর ভূমিকা কী হবে, সে ব্যাপারেও কিছু জানা যায়নি।View this post on InstagramWhen u lose balance so u have to improv an over dramatic end 🕺🏼🎶🌈
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement