'Jaikal Mahakal': মুক্তি পেল অমিতাভ বচ্চন - রশ্মিকা মান্দান্নার 'গুড বাই' ছবির প্রথম গান 'জয়কাল মহাকাল'
First song: 'গুড বাই' ছবির আত্মবিশ্লেষণের। প্রত্যেক পরিস্থিতিতে পরিবার ও উদযাপনের প্রয়োজনীয়তা বলবে এই ছবি। ভাল্লা পরিবার বলবে সেই গল্প।
নয়াদিল্লি: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ট্রেলার। এবার প্রকাশ্যে এল 'গুড বাই' (Good Bye) ছবির প্রথম গান (First Song)। নির্মাতাদের তরফ থেকে প্রকাশ্যে আনা হল 'জয়কাল মহাকাল' (Jaikal Mahakal) গানটি।
'গুড বাই' ছবির প্রথম গান প্রকাশ্যে
ইনস্টাগ্রামে এদিন ছবির প্রথম গান শেয়ার করেন অভিনেত্রী নীনা গুপ্তা। ক্যাপশনে লেখেন, 'জয়কাল মহাকালের রাগ ও পরিবারের ভালবাসা, দুটোর শব্দই প্রত্যেক মনে এবার শোনা যাবে!' প্রসঙ্গত, রশ্মিকা মান্দান্না, অমিতাভ বচ্চন অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে দেখা যাবে ৭ অক্টোবর থেকে।
View this post on Instagram
'জয়কাল মহাকাল' গানটি গেয়েছেন অমিত ত্রিবেদী ও সুহাস সাওয়ান্ত। স্বানন্দ কিরকিরে রচিত এই আধ্যাত্মিক গানে দেখা যাবে অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, রশ্মিকা মান্দান্না, সুনীল গ্রোভার ও পাভেল গুলাটিকে। অভিনেত্রী রশ্মিকা মান্দান্না ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'আর যাই আমি বলি না কেন তা এই গানের প্রতি ন্যায়বিচার করতে পারবে না।'
বিকাশ বহেল পরিচালিত এই ছবিতে একগুচ্ছ তারকাকে দেখা যাবে। অমিতাভ, নীনা, রশ্মিকার সঙ্গে রয়েছেন পাভেল গুলাটি, এলি আব্রাহম, সুনীল গ্রোভার, সাহিল মেহতা প্রমুখ।
ছবির গল্প এক ঝলকে...
'গুড বাই' ছবির আত্মবিশ্লেষণের। প্রত্যেক পরিস্থিতিতে পরিবার ও উদযাপনের প্রয়োজনীয়তা বলবে এই ছবি। ভাল্লা পরিবার বলবে সেই গল্প। এই ছবি সেই সমস্ত ভারতীয় পরিবারের গল্প বলবে যারা দুর্যোগের মুহূর্তে একত্রিত হয়ে ভোরের আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে, পরিবারের কাছের কেউ ছেড়ে গেলেও বাকিরা বেঁধে বেঁধে থাকার প্রতিশ্রুতি নেয়।
একতা কপূরের প্রযোজনায় এই ছবি প্রেক্ষাগৃহে হাজির হবে ৭ অক্টোবরে। উল্লেখ্য, এই ছবি ছাড়াও রশ্মিকাকে সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে 'মিশন মজনু' ছবিতে দেখা যাবে। এছাড়া সন্দীপ রেড্ডির পরিচালনায় রণবীর কপূরের সঙ্গে 'অ্যানিমল' ছবিতেও দেখা যাবে তাঁকে।