এক্সপ্লোর
Advertisement
Javed Akhtar Defamation Case: জাভেদ আখতারের মানহানি মামলায় কোর্টের তলব, 'একপাল শেয়ালের মধ্যে এক সিংহী!' ট্যুইটে কটাক্ষ কঙ্গনার
বেশ কয়েকটি নিউজ চ্যানেলে তাঁর সম্পর্কে আপত্তিকর, অবমাননাকর মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন জাভেদ। তিনি দাবি করেন, কয়েকটি সাক্ষাত্কারের একটিতে বিনা প্রয়োজনে সুশান্ত সিংহ রাজপুত মৃত্য়ু মামলায় তাঁর নাম টেনে এনেছেন ‘ক্য়ুইন’ অভিনেত্রী।
মুম্বই: কঙ্গনা রানাউত বরাবরই ঠোঁটকাটা বলে পরিচিত। নানা ইস্যুতে প্রতিষ্ঠিত তারকাদের সঙ্গে ট্যুইট যুদ্ধে জড়ান তিনি। সম্প্রতি তিনি শিরোনামে এসেছেন নামী বলিউড গীতিকার জাভেদ আখতারের সঙ্গে বিবাদকে কেন্দ্র করে। বেশ কয়েকটি নিউজ চ্যানেলে তাঁর সম্পর্কে আপত্তিকর, অবমাননাকর মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন জাভেদ। তিনি দাবি করেন, কয়েকটি সাক্ষাত্কারের একটিতে বিনা প্রয়োজনে সুশান্ত সিংহ রাজপুত মৃত্য়ু মামলায় তাঁর নাম টেনে এনেছেন ‘ক্য়ুইন’ অভিনেত্রী। কঙ্গনাকে সোমবার তলব করে মুম্বই ম্যাজিস্ট্রেটের আদালত। তাঁকে ১ মার্চ আদালতে হাজিরা দিতে হবে। তবে তলব পেয়েই ট্যুইটার হ্যান্ডলে কঙ্গনা বিদ্রুপের সুরে লেখেন, একদল শৃগালের মধ্যে একজন সিংহী! দেখতে মজাই লাগে। নিজের সমন প্রাপ্তির খবরের প্রতিবেদন শেয়ার করে লেখেন, গিদরো কা এক ঝুন্ড ঔর এক শেরনি। মজা আয়েগা। সোমবার আদালতকে বলা হয়, কঙ্গনার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আরও তদন্ত হবে।
জাভেদ ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মামলা দায়ের করার আবেদন করেছেন।
Geedaron ka ek jhund aur ek sherni .... mazaa aayega ???? https://t.co/xzsL7eQlYu
— Kangana Ranaut (@KanganaTeam) February 1, 2021
রিপোর্টে জাভেদ ও কঙ্গনা-দুজনেরই পরিচিত এক ডাক্তারের, যিনি পুরো ঘটনার সাক্ষী, বিবৃতির উল্লেখ করা হয়েছে। তিনি সাক্ষ্যে জানিয়েছেন, কঙ্গনা সাক্ষাতকারে যেমনটা অভিযোগ করছেন, সেরকম কোনও আলোচনাই দুজনের মধ্যে হয়নি। আইনজীবী আদালতে কঙ্গনার সেই সাক্ষাত্কারের ভিডিও পেশ করেন, সেটি কত লোক দেখেছে, সেটা জানাতে।
কঙ্গনা আগের এক সাক্ষাত্কারে জাভেদের বাড়িতে তাঁর সঙ্গে কথোপকথন সম্পর্কে উল্লেখ করেন। সেখানে ওই ডাক্তারও ছিলেন। তবে জাভেদ ও কঙ্গনা, দুজনেই ভিন্ন কথা বলছেন। তবে ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ওই ডাক্তারই ঠিক কী ঘটেছিল, তা বলতে পারবেন। আদালত বলেছে, পুলিশ ওই ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করুক, তাঁর বিবৃতি রিপোর্টের সঙ্গে জুড়ে দিক।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement