'Jawan' BO Collection Day 2: মধ্যরাতেও 'জওয়ান'-এর শো! দ্বিতীয় দিনেও দুর্দান্ত ব্যবসা শাহরুখের ছবির
'Jawan': ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, দ্বিতীয় দিনে 'জওয়ান' ছবির আয় বেড়েছে বিকেল সাড়ে ৪টের পর। বিকেলের ও রাতের শোয়ে বেড়েছে দর্শক সংখ্যা।
!['Jawan' BO Collection Day 2: মধ্যরাতেও 'জওয়ান'-এর শো! দ্বিতীয় দিনেও দুর্দান্ত ব্যবসা শাহরুখের ছবির Jawan Box Office Collection Day 2: Shah Rukh Khan Film Now Has Midnight Shows day 2 crosses 45 crores 'Jawan' BO Collection Day 2: মধ্যরাতেও 'জওয়ান'-এর শো! দ্বিতীয় দিনেও দুর্দান্ত ব্যবসা শাহরুখের ছবির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/09/df320a523535174a4de49ee68af2cf5e1694271912370229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: প্রথম দিনেই বাজিমাত! বৃহস্পতিবার মুক্তি পেয়েছে অ্যাটলি (Atlee) পরিচালিত 'জওয়ান' (Jawan)। প্রথম দিনের আয়ের নিরিখে হিন্দি ছবির সর্বকালের সর্বোচ্চ ব্যবসা করে ফেলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) নতুন ছবি। এবার দ্বিতীয় দিনের আয় কোথায় দাঁড়াল সেই দিকে নজর সকলের। প্রথম দিনের হিসেবে দ্বিতীয় দিনে (Box Office Collection Day 2) ব্যবসা পড়লেও, যা আয় হয়েছে তা যে কোনও ব্লকবাস্টার ছবির সমান।
'জওয়ান' ছবির দ্বিতীয় দিনের ব্যবসা কত?
ইতিমধ্যেই নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন কিং খান। জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত 'পাঠান' ছবির ব্যবসার রেকর্ড ভেঙেছেন তিনি। ভারতে তো বটেই, গোটা বিশ্বে প্রথম দিনের ব্যবসার নিরিখে শীর্ষস্থানের হিন্দি ছবি 'জওয়ান'। প্রথম দিন ভারতে এই ছবি ৭৫ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনে এই ছবি জাতীয় থিয়েটার চেনগুলি থেকে ২২.৪৫ কোটি টাকা আয় করেছে। সম্পূর্ণ হিসেব এলে এই সংখ্যা বাড়বে বলে জানাচ্ছেন ট্রেড অ্যানালিস্টরা।
ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, দ্বিতীয় দিনে 'জওয়ান' ছবির আয় বেড়েছে বিকেল সাড়ে ৪টের পর। বিকেলের ও রাতের শোয়ে বেড়েছে দর্শক সংখ্যা। বৃহস্পতিবার ছবির হিন্দি সংস্করণ ৬৫ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিনে ছবির হিন্দি সংস্করণ কেবল আয় করেছে ৪৬.২৩ কোটি টাকা। মোট আয় গিয়ে দাঁড়াল ১১১.৭৩ কোটি টাকায়। এটি কেবল হিন্দি ভাষার হিসেব। দ্বিতীয় তামিল ও তেলুগু সংস্করণ মিলিয়ে ছবির আয়ের পরিমাণ ৭ কোটি। অর্থাৎ প্রথম দুই দিন মিলিয়ে তামিল ও তেলুগুতে আয়ের পরিমাণ ১৬.৫০ কোটি টাকা।
View this post on Instagram
অপর এক ট্রেড অ্যানালিসিস সাইট 'তামিল সেন্সর' অনুযায়ী, দ্বিতীয় দিনে 'জওয়ান' ১০৭ কোটি টাকার ব্যবসা করেছে। অর্থাৎ মোট আয়ের পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে ২৩৬ কোটি টাকায়। তরণ আদর্শের দেওয়া হিসেব অনুযায়ী, প্রথম দিনে এই ছবি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে ১০.৫৭ কোটি টাকার ব্যবসা করেছে।
প্রসঙ্গত, উৎসবের আমেজে একাধিক স্থানে মধ্যরাতের শো-ও চালু করা হয়েছে। দ্বিতীয় দিনে ভারতেরই একাধিক প্রেক্ষাগৃহে রাত ১১.৫৫ থেকে শো রাখা হয়।
আরও পড়ুন: 'Bagha Jatin' Teaser: পুজোয় আসছে 'বাঘা যতীন', দেবের নতুন ছবির টিজার প্রকাশ্যে
প্যান-ইন্ডিয়া থ্রিলার ঘরানার এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা গেছে নয়নতারা ও বিজয় সেতুপতিকে। একইসঙ্গে প্রিয়মণি, সানিয়া মলহোত্র, গিরিজা ওক, সঞ্জিতা ভট্টাচার্য, লেহর খান, আলিয়া কুরেশির মতো অভিনেত্রী একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া অবশ্যই ছবিতে ক্যামিও চরিত্রে নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)