Jawan Unknown Stories: প্রথমে 'জওয়ান'-এর চিত্রনাট্যে ছিলই না 'বাপ-বেটা'-র সংলাপ! অজানা গল্প প্রকাশ্যে
Film Jawan Unknown Stories: সদ্য 'জওয়ান'-এর নতুন ঝলকেও ছিল বাবা ছেলের প্রসঙ্গ। তবে ছবি তৈরির সময় নাকি চিত্রনাট্যের অংশই ছিল না এই সমস্ত সংলাপগুলি
কলকাতা: এই ছবি বাবা আর ছেলের সম্পর্ককে ঘিরেই গড়ে উঠেছে। তবে ট্রেলার থেকে চমক লাগিয়েছে, চর্চায় থেকেছে যে সংলাপ, সেটি নাকি ছিলই না 'জওয়ান' (Jawan) ছবিতে! 'জওয়ান' ছবির ট্রেলারই শোনা গিয়েছিল, 'বেটে কো হাথ লাগানে সে পহেলে বাপ সে বাত কর' (Bete ko hath lagane se pehle, baap se baat kar)। এই সংলাপ মুক্তি পাওয়ার পরেই শুরু হয়েছিল চর্চা, তোলা হয়েছিল আরিয়ান খানের (Aryaan Khan) প্রসঙ্গ।
২০২১ সাল মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান, পরবর্তীতে প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান তিনি। সেসময়ে শাহরুখ খানের (Shah Rukh Khan) দিতে আঙুল তুলেছিলেন অনেকেই। ছেলেকে বড় করা, শিক্ষা-সংস্কার প্রশ্ন উঠেছিল সবকিছু নিয়েই। এই সমস্ত বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন শাহরুখ। যাবতীয় কটাক্ষের কোনোরকম জবাব দেননি তিনি। আর 'জওয়ান'-এর ট্রেলার প্রকাশ্যে আসার পরেই উঠেছিল আরিয়ান প্রসঙ্গ। অনেকেই ভেবেছিলেন, আরিয়ানকে মাথায় রেখেই বোধহয় লেখা হয়েছে এই সংলাপ।
সদ্য 'জওয়ান'-এর নতুন ঝলকেও ছিল বাবা ছেলের প্রসঙ্গ। তবে ছবি তৈরির সময় নাকি চিত্রনাট্যের অংশই ছিল না এই সমস্ত সংলাপগুলি। সদ্য এক সাক্ষাৎকারে এই সংলাপ লেখার গল্প শোনালেন ছবির চিত্রনাট্য লেখক সুমিত অরোরা। তিনি জানিয়েছিলেন, এই ছবির চিত্রনাট্য লেখার সময়েই মনে হয়েছিল, শাহরুখের মুখে জমজমাট কিছু সংলাপ বসাতে হবে। সেটা ভেবে, শ্যুটিংয়ের দৃশ্যের সময় খুব সহজভাবে ওই সংলাপটি মাথায় এসেছিল সুমিতের, 'বেটে কো হাথ লাগানে সে পহেলে বাপ সে বাত কর'। ওই দৃশ্য শ্যুটিংয়ের সময় সেটেই ছিলেন সুমিত। অ্যাটলি ও শাহরুখ, দুজনেরই নাকি শোনামাত্রই মনে ধরেছিল সেই সংলাপ।
সদ্য, 'জওয়ান'-এর সংলাপের আরও একটি গল্প শুনিয়েছিলেন বঙ্গতনয়া ঋতাভরী চক্রবর্তী। একটি টিজার শেয়ার করে ঋতাভরী লিখেছিলেন, 'অনেক মাথা খাটিয়ে, ভাবনাচিন্তা করে এই সংলাপ লেখা। তাও আবার কার জন্য? আর কেউ নন, তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। আমার ভাল-মন্দ সবকিছুর যে সঙ্গী, আমার বন্ধু সুমিত অরোরা, ওর সঙ্গে মিলে এই কাজটা করেছিলাম। সুমিত 'জওয়ান' ছবিটির সংলাপ লিখেছে এবং বলা বাহুল্য, দুর্দান্ত সাফল্য পেয়েছে। আমি দেখেছি, সুমিত কীভাবে নিজের প্রাণ ঢেলে, খাটনি করে নায়কের জন্য সংলাপ লিখেছে দিনের পর দিন। ২ বছর ধরে ও এই প্রোজেক্টটার জন্য খেটেছে। আমি ওকে শাহরুখ স্যারের ফ্যামিলি ম্যান হয়ে উঠতে দেখেছি। তোমার জন্য আমার ভীষণ গর্ব হয় সুমিত। ছবির সংলাপে একটা কবিতার প্রয়োজন ছিল। আমি আর সুমিত সেটা নিয়েই কাজ করছিলাম। সুমিত তার আগেই আমায় একটা বিবরণ দিয়েছিল যে কী কী লাগবে। ১ ঘণ্টার মধ্যেই ছন্দ মিলিয়ে একটা কবিতা বানিয়ে ফেললাম। তারপরে কিং খান যখন সেটা ওঁর গলায় ফোনে আমাদের শোনালেন..... আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত ছিল সেটা। সুমিত, অনেক অনেক ধন্যবাদ আমায় জওয়ান ঝড়ে সামিল করার জন্য। শেষমেষ, শাহরুখ মনে করেছেন, আমি সংলাপ লেখক হিসেবে নাকি সুমিতের থেকেও ভাল! ব্যাস... সবার বাবা বলে দিয়েছেন কিন্তু!'
আরও পড়ুন: Vicky Kaushal: বিয়ের বয়স ২, এবার সন্তান পরিকল্পনা করছেন ভিকি-ক্যাটরিনা?