Vicky Kaushal: বিয়ের বয়স ২, এবার সন্তান পরিকল্পনা করছেন ভিকি-ক্যাটরিনা?
Vicky Kaushal and Katrian Kaif: ভিকি আরও জানিয়েছেন, যখন থেকে তিনি ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, বাড়ির সবাই জানতেন তাঁদের সম্পর্কের কথা।
কলকাতা: তাঁরা বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। তাঁদের প্রেম, বিয়েকে একটা সময় সযত্নে গোপনেই রেখেছিলেন এই তারকাদ্বয়। ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। তবে বিয়ের পরে কিন্তু নিজেদের সম্পর্ক, ঘরের কথা, সব নিয়ে বেশ খোলামেলা তাঁরা। সদ্য, নিজের বিবাহিত জীবন ও সন্তান পরিকল্পনা নিয়ে মুখ খুললেন ভিকি।
'সর্দার উধম' ছবি নিয়ে সাক্ষাৎকারে ভিকিকে প্রশ্ন করা হয়েছিল, সন্তান পরিকল্পনা কবে করছেন তিনি ও ক্যাট? উত্তরে ভিকি জানান, 'বাড়ি থেকে সন্তানের জন্য কখনও চাপ দেওয়া হয়নি তাঁকে ও ক্যাটরিনাকে। নিজেদের জীবন নিজেদের শর্তে বাঁচেন তাঁরা। সন্তান নিয়ে তেমন ভাবিত নন পরিবারের কেউই।
ভিকি আরও জানিয়েছেন, যখন থেকে তিনি ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, বাড়ির সবাই জানতেন তাঁদের সম্পর্কের কথা। কখনও নাকি এমন হয়নি যে কোনও ভাইরাল ভিডিও থেকে পরিবারের মানুষেরা তাঁদের সম্পর্কের কথা জানতে পেরেছেন। ভিক্যাট সম্পর্ককে বাড়ির সবাই ভালভাবেই মেনে নিয়েছিলেন বলে জানিয়েছিলেন ভিকি।
কয়েকমাস আগেই আরব সাগরের ধারে বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন ভিকি ও ক্যাটরিনা। হামেশাই সেই অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে ছবি শেয়ার করে নেন তিনি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ভিকির নতুন ছবি 'জ়রা হটকে জ়রা বঁচকে' (Zara Hatke Zara Bachke)। আর সেই ছবির প্রচারে এসেই, নিজেদের দাম্পত্য, সংসার চালানো নিয়ে মুখ খুললেন ভিকি।
অভিনেতা জানান, সপ্তাহের একদিন ক্যাটরিনা একেবারে ভারতীয় গৃহবধূ হয়ে ওঠেন। সেদিন তিনি, বাড়ির সমস্ত কর্মচারীদের ডেকে নিয়ে, হিসেবের খাতা নিয়ে বসেন। ধরে ধরে যাবতীয় সংসারের হিসেব করেন তিনি। আর সেটা পপকর্ন হাতে নিয়ে বসে উপভোগ করেন ভিকি।
নিজেদের বিয়েকে 'পরাঠা ওয়েডস প্যানকেক' বলেছেন ভিকি। কারণ পাঞ্জাবি পরিবারে বেড়ে ওঠা ভিকির প্রিয় খাবার পরোটা, অন্যদিকে ক্যাটরিনার পছন্দের জলখাবার প্যানকেক। তবে ভিকির মায়ের হাতের রান্না ক্যাটরিনা ভীষণ পছন্দ করেন বলেই জানিয়েছিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের পরে ভিকি শেয়ারও করে নিয়েছিলেন ক্যাটরিনার হাতের রান্নার ছবি। বিয়ের পরে ভিকি ও তাঁর পরিবারের জন্য ক্ষীর বানিয়েছিলেন ক্যাটরিনা।
আরও পড়ুন: Rio Kapadia Demise: ৬৬ বছর বয়সে প্রয়াত শাহরুখ-আমিরের সহ অভিনেতা রিও কপাডিয়া