Bollywood Kids: ৩ পূর্ণ করল জেহ! রাহাকে নিয়ে পার্টিতে পৌঁছলেন মামা রণবীর, দেখা মিলল বায়ু-ইনায়া-তৈমুরের
Jeh Birthday Party: সবুজ ব্লেজার, হলুদ টিশার্ট, নীল জিন্সে উপস্থিত ছিলেন 'জানে জান' অভিনেত্রী করিনা কপূর খান। সেফের পরনে ছিল মভ রঙের কুর্তা আর সাদা পাজামা। মুম্বইয়ে মাউন্ট মেরি রোডে ছিল পার্টি।
নয়াদিল্লি: তিন পূর্ণ করল সেফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কপূর খানের (Kareena Kapoor Khan) ছোট ছেলে জাহাঙ্গির আলি খান (Jehangir Ali Khan)। খুদের জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয় পার্টির। আর সেখানে উপস্থিত ছিল আরও এক তারকা কন্যা, রাহা (Raha)। বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বার্থডে বয় ও তাঁর ছোট্ট বোনের একাধিক ছবি।
জেহ বাবার জন্মদিনে হাজির রাহা-বায়ু-ইনায়া
মুম্বইয়ের মাউন্ট মেরি রোডে আয়োজন করা হয় জেহর তৃতীয় জন্মদিনের পার্টির। সবুজ ব্লেজার, হলুদ টিশার্ট, নীল জিন্সে উপস্থিত ছিলেন 'জানে জান' অভিনেত্রী করিনা কপূর খান। সেফের পরনে ছিল মভ রঙের কুর্তা আর সাদা পাজামা। এদিন গাড়ি থেকে নামতেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয় বার্থডে বয়। নীল ওয়েস্ট, সাদা শার্ট, জিন্সে পুঁচকে থমকে যায় পাপারাৎজিদের থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে। লাজুক মুখে তাঁদের ধন্যবাদও জানায় সে। জেহর নতুন হেয়ারকাটও অবশ্য কারও নজর এড়ায়নি। স্কুল থেকে বন্ধুদের সঙ্গে পার্টিতে এসে পৌঁছয় তৈমুর (Taimur Ali Khan)। পার্টি শেষে আরও একটি ভিডিওয় দেখা মেলে তার।
View this post on Instagram
এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন জেহর মামা, করিনার তুতো ভাই রণবীর কপূর। প্রথমে তিনি পার্টিতে হাজির হন ভাগ্নি সামাইরা সাহানির সঙ্গে। রণবীরের দিদি ঋদ্ধিমা কপূর সাহানির মেয়ে সামাইরা। এর খানিক পরেই দেখা যায় রণবীর কোলে করে নিজের একরত্তি মেয়ে রাহাকে নিয়ে ঢোকেন পার্টিতে। নীল জামা, মাথায় দুটো ঝুঁটি বেঁধে ফের নজর কাড়ে আলিয়া-রণবীর কন্যা।
View this post on Instagram
সোনম কপূরও এদিন ছিলেন পার্টিতে। হলুদ-বাদামি ড্রেস পরে, কোলে ছেলে বায়ুকে নিয়ে পৌঁছন তিনি। গাড়ি থেকে ছেলেকে নামানোর সময় পাপারাৎজিদের কাছে হাত জোড় করে অনুরোধ করেন যেন বায়ুর কোনও ছবি তাঁরা না তোলেন। অন্যদিকে সোহা আলি খানের কন্যা ইনায়া নাওমি খেমু ও করিনার বাবা বর্ষীয়াণ অভিনেতা রণধীর কপূরও পার্টিতে এসে পৌঁছন। পার্টির থিম ছিল সুপারহিরো, কমিক বুক। বাচ্চাদের নিয়ে নেহা ধুপিয়াও হাজির হয়েছিলেন পার্টিতে।
২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেফ আলি খান ও করিনা কপূর খান। তাঁদের দুই সন্তান। ২০১৬ সালে জন্ম হয় তৈমুরের। ২০২১ সালে জন্ম নেয় জাহাঙ্গির। প্রথম থেকেই দুই ভাই পাপারাৎজিদের অত্যন্ত পছন্দের। একাধিক সময়ে দুই খুদেকেই পাপারাৎজিদের সঙ্গে মজার আলাপচারিতা করতেও দেখা গেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।