Fact Check: হাসপাতালেই মারা গিয়েছেন Khan স্যার ? আদৌ সত্যি ?
Khan Sir News: ১০ ডিসেম্বর ইনস্টাগ্রামে একটি প্রোফাইল থেকে খান স্যারের দুটি ছবি একত্র করে পোস্ট করা হয়। সেই ছবির একটিতে খান স্যারের গলায় মালা পরানো এবং অন্যটিতে তাঁর মুখে অক্সিজেনের নল লাগানো আছে।
Khan Sir: বিহারের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় অনিয়মকে কেন্দ্র করে বিক্ষোভ করছিলেন পরীক্ষার্থীরা আর সেই বিক্ষোভে নর্মালাইজেশনের প্রতিবাদে পড়ুয়াদের দাবি পূরণের লক্ষ্যে জমায়েতে হাজির হয়েছিলেন পাটনার বিখ্যাত শিক্ষক খান স্যার (Khan Sir)। আর সেই জমায়েতেই তাঁকে আটকও করে পুলিশ, থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে ছেড়ে দেয় মধ্যরাতে। কিন্তু তারপরেই অসুস্থ হয়ে পড়েন খান স্যার (Khan Sir News) এবং বাধ্য হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। আর তারপরেই একটি খবর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে যে হাসপাতালেই মারা গিয়েছেন খান স্যার। ১০ ডিসেম্বর বিখ্যাত শিক্ষক এবং ইউটিউবার খান স্যার নাকি প্রয়াত হয়েছেন। তবে এই তথ্য সম্পূর্ণ ভুয়ো।
বিহার পাবলিক সার্ভিস কমিশনের ৭০তম পরীক্ষার প্রিলিমসের নিয়মে কিছু রদবদল করার প্রতিবাদে জমায়েত হওয়ার সময়েই তাঁর স্বাস্থ্য খারাপ হয়ে যায়। আর তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। পাটনায় প্রতিবাদরত ছাত্র-ছাত্রীদের জমায়েতে পুলিশের লাঠিচার্জের ঘটনাতেই প্রতিবাদে সামিল হয়েছিলেন তিনি। গর্দনীবাগ এলাকায় জমায়েতে সামিল হয়েছিলেন তিনি।
দাবি
১০ ডিসেম্বর ইনস্টাগ্রামে একটি প্রোফাইল থেকে খান স্যারের দুটি ছবি একত্র করে পোস্ট করা হয়। দেখা যায় সেই ছবির একটিতে খান স্যারের গলায় মালা পরানো এবং অন্যটিতে হাসপাতালে ভর্তি অবস্থায় তাঁর মুখে অক্সিজেনের নল লাগানো আছে। আর এইপোস্টের ক্যাপশনে লেখা ছিল খান স্যার মারা গিয়েছেন। অন্য আরেকজন ব্যবহারকারীও খান স্যারের হাসপাতালে ভর্তি হওয়ার একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে ভিডিয়োর মধ্যে টেক্সটে লেখা ছিল যে খান স্যার প্রয়াত। সমাজমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় এই পোস্ট।
পোস্টটি দেখুন এখানে
আরও একটি পোস্ট
অনুসন্ধান চলল
বিশ্বাস নিউজের ফ্যাক্ট চেক ডেস্কের পক্ষ থেকে এই তথ্য যাচাই করার জন্য গুগল কিওয়ার্ড রিসার্চ করা হল এবং এর মাধ্যমে এই ভাইরাল হওয়া পোস্টটি নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। অন্য সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখে বোঝা গেল যে খান স্যার বিহার পাবলিক সার্ভিস কমিশনের ৭০তম পরীক্ষার প্রিলিমসের নিয়মে কিছু রদবদল করার প্রতিবাদে জমায়েত হওয়ার সময়েই তাঁর স্বাস্থ্য খারাপ হয়ে যায়। আর তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ৯ ডিসেম্বর খান স্যারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এমনটাও পাওয়া গিয়েছে সংবাদ প্রতিবেদনে। ফলে খান স্যারের মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো। খান স্যারের শারীরিক অবস্থার বিষয়ে জানতে গুগল কিওয়ার্ড সার্চ করে প্রথমে আজতক পোর্টালের একটি প্রতিবেদন পাওয়া যায়, যেখানে বলা হচ্ছে যে ৬ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপরে ৯ ডিসেম্বর খান স্যারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, প্রভাত-খবর সংবাদমাধ্যমে এই বিষয়ে প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়।
কী সিদ্ধান্ত
অনুসন্ধানের পরে এই সিদ্ধান্তে এসে উপনীত হওয়া গেল, খান স্যারের মৃত্যু সংক্রান্ত ভাইরাল পোস্টটি সম্পূর্ণ ভুয়ো। বিপিএসসি পরীক্ষার্থীদের হয়ে প্রতিবাদে সামিল হওয়ার পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে, তাঁকে হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। কিন্তু তার পরেরদিনই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে তাঁর মৃত্যুর দাবি গুজব ছাড়া আর কিছু নয়।
ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে বিশ্বাস নিউজ ফ্যাক্ট চেক ডেস্ক এবং শক্তি কালেক্টিভের অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।
আরও পড়ুন; Khan Sir: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খান স্যার, চলছে চিকিৎসা- এখন কেমন আছেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI