Kacher Manush Release Date: ঘোষণায় উচ্ছ্বাসের বদলে আশঙ্কা, 'সব ঠিক থাকলে' কবে মুক্তি পাবে দেবের আগামী ছবি?
Kacher Manush Release Date: করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে ওঠার পর বেশ ভালর দিকেই যাচ্ছিল পরিস্থিতি। তখন একের পর এক আটকে থাকা ছবি মুক্তি পায় টলিউডে। বহুদিন পর হলমুখী হতে পেরে খুশি দর্শকেরা।
কলকাতা: ফের টালমাটাল সাধারণ জনজীবন। করোনা আতঙ্ক (Coronavirus) খানিক কমার পর খুলেছিল সিনেমা হল, থিয়েটার। কিন্তু ফের ওমিক্রন (Omicron) আতঙ্কের সঙ্গে বাড়ছে করোনা পজিটিভের সংখ্যা। আজ, সোমবার থেকে রাজ্যজুড়ে জারি হয়েছে আংশিক বিধিনিষেধও। আর পাঁচটা জিনিসের মতো কোপ পড়েছে সিনেমা হলেও। আজ থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলতে পারে সিনেমা হল। এরই মাঝে অনিশ্চয়তার খাঁড়া ঝুলছে একাধিক মুক্তির অপেক্ষায় থাকা ছবির মাথায়।
এই দিনই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন সুপারস্টার দেব (Dev)। ঘোষণা করলেন আগামী ছবি 'কাছের মানুষ'-এর (Kacher Manush) মুক্তির সময়। তবে সেই পোস্টে উচ্ছ্বাসের থেকে বেশি আশঙ্কাই ধরা পড়ল। এদিন 'কাছের মানুষ' ছবির পোস্টার শেয়ার করে অভিনেতা লেখেন, 'শুভ সকাল... এই অনিশ্চয়তার সময়ে যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে আমরা আমাদের কাছের মানুষ ছবি রিলিজ করব ২০২২ সালের পুজোয়। ধন্যবাদ।'
View this post on Instagram
করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে ওঠার পর বেশ ভালর দিকেই যাচ্ছিল পরিস্থিতি। তখন একের পর এক আটকে থাকা ছবি মুক্তি পায় টলিউডে। বহুদিন পর হলমুখী হতে পেরে খুশি দর্শকেরা। সিনেপ্রেমীদের বিপুল সাড়া পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ছবির অভিনেতা, পরিচালক ও প্রযোজক সকলেই। কিন্তু আবারও একই সমস্যা। জাঁকিয়ে বসছে করোনা আতঙ্ক।
আরও পড়ুন: 'Abar Bochhor Koori Pore' New Song: মন ভাল করতে বন্ধুত্বের গান নিয়ে হাজির 'আবার বছর কুড়ি পরে'
ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে জারি হয়েছে নিষেধাজ্ঞা, নাইট কার্ফু, দিল্লিতে বন্ধ হয়েছে সিনেমা হল। এ রাজ্যে এখনও সিনেমা হল পুরোপুরি বন্ধ না হলেও চিন্তায় রয়েছেন সকলেই। অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখেই এবারে ছবিমুক্তির কথা ঘোষণা করলেন দেব। অবস্থার অবনতি হলে দিন বদলাবে তা বেশ স্পষ্ট।
পথিকৃৎ বসু (Pathikrit Basu) পরিচালিত 'কাছের মানুষ' ছবিতে একসঙ্গে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দেব। সঙ্গে থাকবেন ইশা সাহা (Ishaa Saha)।