এক্সপ্লোর
সিঙ্গাপুরে মাদাম তুসোর জাদুঘরে বসল কাজলের মোমের মূর্তি

সিঙ্গাপুর: শাহরুখ খানের মূর্তি বসেছে আগেই। এবার মাদাম তুসোর মোমের জাদুঘরে বসল কাজলের মূর্তি। মেয়ে নাইসাকে নিয়ে মূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কাজল। এই প্রথম লাল কার্পেটে দেখা গেল তাঁর কিশোরী মেয়েকে। দেখুন কাজলের মোমের মূর্তিটি [embed]https://www.instagram.com/p/BjKKfcnHREK/?utm_source=ig_embed[/embed] [embed]https://www.instagram.com/p/BjJ7xepH0U1/?utm_source=ig_embed[/embed] [embed]https://www.instagram.com/p/BjKP7oQlTMY/?utm_source=ig_embed[/embed] [embed]https://www.instagram.com/p/BjKSfkJjoAy/?utm_source=ig_embed[/embed] কাজলকে আগামী দিনে দেখা যাবে প্রদীপ সরকারের ছবিতে। ১৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















