Kanchana Moitra : শিয়ালদায় উগ্রমূর্তিতে অভিনেত্রী কাঞ্চনা! এবার হাতজোড় করে চাইলেন ক্ষমা! বললেন ...
Kanchana Viral Video : হাত জোড় করে সকলের কাছে ক্ষমা চাইলেন কাঞ্চনা।শিয়ালদা স্টেশনের সেদিনের ঘটনার উল্লেখ করে কাঞ্চনা বলেন,

কলকাতা : কত কয়েকদিন ধরেই অভিনেত্রী কাঞ্চনা মৈত্রর একটি ভিডিও নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। শিয়ালদহ স্টেশনের বাইরে গলা ফাটিয়ে চিৎকার করতে দেখা যায় অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে। তাঁকে ঘিরে বহু মানুষের ভিড়। অভিনেত্রী সুলভ ব্যবহার তো দূরে থাক, একেবারে উগ্রমূর্তিতে দেখা যায় তাঁকে। আশেপাশের সাধারণ কয়েকজনকে মারধরও করেন তিনি। পাওনা টাকা আদায়ের জন্যে চেঁচামেচিও করেন। আশেপাশে দাঁড়িয়ে অনেক মানুষ তো তাজ্জব! একী রূপ রুপোলি পর্দার পরিচিত মুখ কাঞ্চনার। অনেকেই পকেট থেকে ফোম বার করে ভিডিও তুলতে শুরু করেন। এই ভিডিও হু হু করে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকের মনেই তাঁর এই ব্যবহার নিয়ে প্রশ্ন জাগে। অনেকে আবার বলাবলিও করেন, নিশ্চয়ই শুটিং হচ্ছে । কেউ আবার বলেন, 'হবে কোনও ছবির প্রোমোশন!' অবশেষে জানা গেল আসল বিষয়টা । হাত জোড় করে সকলের কাছে ক্ষমা চাইলেন কাঞ্চনা।শিয়ালদা স্টেশনের সেদিনের ঘটনার উল্লেখ করে কাঞ্চনা বলেন, অনেকেই বুঝতে পেরেছেন যে, শিয়ালদহ স্টেশনে আমার ওই কাজটি ছবির প্রচার ছিল। আর যাঁরা বুঝতে পারেননি, তাঁদের কাছে ক্ষমা চেয়ে নেন কাঞ্চনা। সেই সঙ্গে সকলকে অনুরোধ করেন, বড়পর্দায় ছবিটি দেখার জন্য।
কাঞ্চনা জানিয়েছেন, এসবই তাঁর আগামী ছবির প্রচার। শিয়ালদহ স্টেশনে তিনি কাঞ্চনা নন, ছবির চরিত্র স্বপ্না রূপে এসেছিলেন। শিগগিরিই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কাঞ্চনার নতুন ছবি 'কপাল'। সেই ছবিতে তাঁর চরিত্রের নাম স্বপ্না । সেই ছবির প্রচারের জন্যই এমন কাণ্ড, যা অনেকে সত্যি ভেবেছেন, অনেকে আবার নানারকম জল্পনায় জড়িয়েছেন। ছবির পরিচালক আরিয়ান ঘোষ। প্রযোজনা করছেন শুভেন্দু ঘোষ। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন রাশি ইকবাল, সায়ন্তন রায় এবং শুভেন্দু ঘোষ । কাঞ্চনার সঙ্গে সেদিন যাঁদের রাস্তায় অশান্তিতে জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল, তাঁরাও ছবিরই কলাকুশলী। ছবিটি ১৯ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে। ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। দেখা যাবে ইউটিউবে।
এই ছবি আদতে কানাই মাঝির গল্প বলে। তিনি প্রত্যন্ত গ্রামে থাকা এক নিম্ন মধ্যবিত্ত টোটো চালক। তাঁর জীবন কঠোর পরিশ্রম আর সংগ্রামে ভরা। সে একটি লটারি জিতে যায়। তারপরই ঘটে এক কাণ্ড। যে ঘটনাকে ঘিরে জড়িয়ে পড়ে অনেক অপরিচিত মানুষ, রাজনীতিবিদ, এজেন্ট এবং সুবিধাবাদীরা। কাঞ্চনার দাবি, এই ছবি বাস্তবের কথা বলবে।






















