এক্সপ্লোর
প্রেম করছেন, অবশেষে স্বীকার করলেন কঙ্গনা
![প্রেম করছেন, অবশেষে স্বীকার করলেন কঙ্গনা Kangana Ranaut Finally Admits That She Is In A Relationship প্রেম করছেন, অবশেষে স্বীকার করলেন কঙ্গনা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/14104104/kangana1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: তাঁর যখন বয়স কম ছিল, তখন ভ্যালেনটাইন্স ডে-র প্রতি অন্যরকম অনুভূতি ছিল। এখন আর দিনটির বিশেষ গুরুত্ব নেই। বললেন কঙ্গনা রানাওয়াত। এক সাক্ষাৎকারে এই মন্তব্যের ফাঁকেই কঙ্গনা জানিয়েছেন, তিনি আর একলা নন, জীবনে কেউ এসেছেন।
তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনিও কি চান না নিঃস্বার্থ ভালবাসার অনুভূতি পেতে। জবাবে কঙ্গনা জানিয়ে দেন, তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন, যে ভালবাসায় তিনি বিশ্বাস করেন, তা অনুভব করেছেন তিনি। তবে কোনও সম্পর্ক একবার শেষ হয়ে গেলে আর সে দিকে ফিরেও তাকান না বলে তিনি জানিয়েছেন।
এর আগে হৃতিক রোশনের সঙ্গে কঙ্গনার সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। সে নিয়ে মামলাও চলেছে দীর্ঘদিন। কিন্তু কঙ্গনা বারবার জানিয়েছেন, জীবনে প্রকৃত প্রেমের অপেক্ষায় তিনি।
প্রেম দিবস উপলক্ষ্যে কঙ্গনার মন্তব্য, কেউ নিশ্চয়ই প্রপোজ করার জন্য ১৪ ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করে না। তাঁর এখন যে বয়স হয়েছে, তাতে প্রেম আসে ভিন্নভাবে।
![প্রেম করছেন, অবশেষে স্বীকার করলেন কঙ্গনা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/14104122/Kangana-1-300x169.jpg)
![kangana-ranaut-shahid](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/14104135/kangana-ranaut-shahid-300x169.jpg)
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)