এক্সপ্লোর
বাহুবলীর নায়ক প্রভাসের সঙ্গে রোমান্স তো বটেই, প্রচণ্ড ঝগড়াও করেছেন কঙ্গনা!

মুম্বই: প্রথম বাহুবলীর মতই বক্স অফিসে রাজত্ব করছে বাহুবলী টু। দুনিয়াজুড়ে হাজার কোটির ওপর ব্যবসা করেছে ছবিটি, ভারতেও টপকে যাচ্ছে একের পর এক রেকর্ড। কিন্তু জানেন কি, বাহুবলীর নায়ক প্রভাস তেলুগু ছবিতে রোমান্স করেছেন এক টপ বলি হিরোইনের সঙ্গে? এই নায়িকা আর কেউ নন, বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত। পুরী জগন্নাথ পরিচালিত এক নিরঞ্জন-ই তাঁর অভিনীত একমাত্র তেলুগু ছবি। ৮ বছর আগে করা এই ছবিতে কঙ্গনার নায়ক ছিলেন প্রভাস। শ্যুটিংয়ের সময় একবার তাঁদের ফাটাফাটি ঝগড়া হয়। তারপর থেকে দুজনের কথা বন্ধ।
কঙ্গনা জানিয়েছেন, প্রভাসের ছবি এত জনপ্রিয়তা পাওয়ায় তিনি খুব খুশি। যখন প্রভাসের সঙ্গে তিনি ছবি করেন, তখন ঝগড়া করে কথা বন্ধ করে দেন। কিন্তু বাহুবলী মুগ্ধ করেছে তাঁকে। প্রভাসের সাফল্যে তিনি গর্বিত।
এক নিরঞ্জনের হিন্দি ভার্সন এক হি রাস্তা- দ্য পাওয়ার। কঙ্গনা আজ বলিউডের অন্যতম হায়েস্ট পেইড অভিনেত্রী। প্রভাস শিগগিরই নাম লেখাতে পারেন বলিউডে। আশা করা যেতে পারে, আবার একসঙ্গে কাজ করবেন তাঁরা।
কঙ্গনা জানিয়েছেন, প্রভাসের ছবি এত জনপ্রিয়তা পাওয়ায় তিনি খুব খুশি। যখন প্রভাসের সঙ্গে তিনি ছবি করেন, তখন ঝগড়া করে কথা বন্ধ করে দেন। কিন্তু বাহুবলী মুগ্ধ করেছে তাঁকে। প্রভাসের সাফল্যে তিনি গর্বিত।
এক নিরঞ্জনের হিন্দি ভার্সন এক হি রাস্তা- দ্য পাওয়ার। কঙ্গনা আজ বলিউডের অন্যতম হায়েস্ট পেইড অভিনেত্রী। প্রভাস শিগগিরই নাম লেখাতে পারেন বলিউডে। আশা করা যেতে পারে, আবার একসঙ্গে কাজ করবেন তাঁরা। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















