এক্সপ্লোর
Advertisement
ভারত-চিন সীমান্ত সংঘাত: ঐক্যবদ্ধ হয়ে যৌথভাবে লড়াইয়ের ডাক কঙ্গনার, জানালেন চিনা পণ্যে নিষেধাজ্ঞারও আর্জি
ভারতীয় জওয়ানদের ওপর চিনের নৃশংস হামলার নিন্দায় মুখর হলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। একইসঙ্গে তিনি চিনা পণ্যের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে কুইন-এর অভিনেত্রী সবাইকে দেশের পাশে থাকার ও চিনা পণ্য বয়কটের আর্জি জানিয়েছেন।
মুম্বই: ভারতীয় জওয়ানদের ওপর চিনের নৃশংস হামলার নিন্দায় মুখর হলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। একইসঙ্গে তিনি চিনা পণ্যের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে কুইন-এর অভিনেত্রী সবাইকে দেশের পাশে থাকার ও চিনা পণ্য বয়কটের আর্জি জানিয়েছেন।
গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন এক কর্নেল সহ ভারতীয় সেনার ২০ জন জওয়ান। গত ৪৫ বছরে ভারত ও চিনের মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা।
কঙ্গনার আপলোড করা ভিডিও-র ক্যাপশনে লেখা হয়েছে, আমাদেরকে একযোগে রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হয়ে যৌথভাবে চিনের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হতে হবে। হ্যাশট্যাগ দিয়ে তিনি চিনা পণ্য নিষেধাজ্ঞার আর্জিও জানিয়েছেন।
এর আগে দেশ রক্ষায় আত্ম বলিদানের জন্য দেশের বীর জওয়ানদের কুর্ণিশ জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, সমগ্র দেশ দৃঢ়তার সঙ্গে সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে। গভীর শোক প্রকাশ করে লিখেছিলেন, লাদাখে কর্তব্যপালনে তাঁদের এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তিনি দেশ ও দেশের মানুষের সুরক্ষায় যাঁরা জীবন বলিদান দিয়েছেন, সেই জওয়ানদের নামের তালিকাও শেয়ার করেছিলেন।
ফেয়ার অ্যান্ড লাভলি-র রিব্র্যান্ডিং নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন কঙ্গনা। হিন্দুস্তান ইউনিলিভারের ব্র্যান্ড নেম থেকে 'ফেয়ার' শব্দ বাদ দেওয়ার ঘোষণার পর কঙ্গনা বলেছেন, 'এটা একটা দীর্ঘ লড়াই'।
উল্লেখ্য, ২০১৫-তে কঙ্গনা ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করতে অস্বীকার করেছিলেন। তিনি বলেছেন, এই ফর্সা সংক্রান্ত ধারনা তাঁর বোধগম্য নয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement