Sonam Kapoor: প্রকাশ্যে এই বলি নায়িকাদের 'আন্ডাররেটেড' বললেন সোনম কপূর!
Koffee With Karan: কর্ণ জোহরের শো-তে বি টাউনের বেশ কয়েকজন নায়িকাকে 'আন্ডাররেটেড' বললেন সোনম কপূর।

মুম্বই: আর ক'দিন পরই মা হবেন বলিউড অভিনেত্রী সোনম কপূর (Sonam Kapoor)। তার আগে তিনি এসেছিলেন কর্ণ জোহরের (Karan Johar) জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এ (Koffee With Karan)। সোনম কপূরের সঙ্গে ছিলেন তাঁর তুতো ভাই অর্জুন কপূর (Arjun Kapoor)। কর্ণ জোহরের চ্যাট শো দুই ভাই-বোন মিলে জমিয়ে দিলেন। সাম্প্রতিক যে এপিসোড সম্প্রচারিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে কর্ণ জোহরের সঙ্গে বলিউডের বেশ কিছু নায়িকাকে নিয়ে কথা বলছেন। সেখানেই বি টাউনের বেশ কয়েকজন নায়িকাকে 'আন্ডাররেটেড' বললেন সোনম কপূর।
বলিউডের কোন নায়িকাদের 'আন্ডাররেটেড' বললেন সোনম কপূর?
'কফি উইথ করণ'-এর শেষ যে এপিসোড সম্প্রচারিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, অর্জুন কপূর, সোনম কপূর এবং কর্ণ জোহর বি টাউনের অন্যান্য তারকাদের নিয়ে কথা বলছেন। মাতিয়ে রেখেছেন শো। তবে, শো মাতানোর জন্য সবথেকে বেশি যাকে কৃতীত্ব দেওয়া যায়, তিনি অবশ্যই অর্জুন কপূর। 'এক ভিলেন রিটার্নস' তারকা বোন সোনম কপূরকে সাহায্য করার পরিবর্তে তাঁকেই ট্রোল করছেন। সেখানেই সোনম কপূরের দিকে কর্ণ জোহর প্রশ্ন ছুড়ে দেন যে, তিনি বলিউডের কোন তারকাকে 'ওভাররেটেড' মনে করেন। কিন্তু সোনম কপূর তাঁর প্রশ্ন বদলে নেন। 'ওভাররেটেড'-এর পরিবর্তে তিনি 'আন্ডাররেটেড' অভিনেতাদের নাম বলতে চান। আর নাম উল্লেখ করেন ভূমি পেড়নেকর, কিয়ারা আডবাণী এবং কৃতী শ্যাননের। সোনমের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গেই অর্জুন কপূর বলে ওঠেন যে, 'কিয়ারা মোটেই আন্ডাররেটেড নন। বরং, বেশ 'ওয়েল রেটেড'। দুই তারকার এই কথপোকথনে হাসির রোল ওঠে।
আরও পড়ুন - Aamir Khan: অনলাইনে কোন গেম খেলেন আমির খান?
প্রসঙ্গত, সদ্য কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে অর্জুন কপূরের ছবি 'এক ভিলেন রিটার্নস'। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে বলিউডের আরও বেশ কয়েকজন তারকাকে। জন আব্রাহাম, দিশা পাটানি, তারা সুতারিয়া রয়েছেন এই ছবিতে। রীতেশ দেশমুখ, শ্রদ্ধা কপূর, সিদ্ধার্থ মলহোত্র অভিনীত 'এক ভিলেন' ছবির সিক্যুয়েল এটি। বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা ইতিমধ্যে করে ফেলেছে 'এক ভিলেন রিটার্নস'। অন্যদিকে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে স্বামী আনন্দ আহুজার সঙ্গে ছবি পোস্ট করে কিছুদিন আগেই মা হতে চলার খবর জানান সোনম কপূর। লন্ডন থেকে মুম্বই ফিরে এসেছেন তিনি। কিছুদিন আগেই জানা যায়, অভিনেত্রীর সাধের অনুষ্ঠানের আয়োজন করা হলেও তা বাতিল হয়ে যায় আটমকা করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে। তাই অনুষ্ঠান না হলেও সোনম ও আনন্দের পক্ষ থেকে আমন্ত্রিতদের বাড়িতে পৌঁছে যায় বিশেষ উপহার। শীঘ্রই প্রথমবার মা হবেন তিনি।






















