Sunjay Kapur Last Ride: বাবা সঞ্জয়ের মৃতদেহ দেখে ফুঁপিয়ে কেঁদে উঠল করিশ্মা পুত্র, সামলালেন করিনা
Karishma Kapoor: সদ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সঞ্জয়ের শেষযাত্রার একটি ভিডিও

কলকাতা: জট কাটিয়ে আজ ব্যবসায়ী সঞ্জয় কপূরের (Sunjay Kapoor) শেষকৃত্য হল দিল্লিতে। করিশ্মা কপূরের (Karishma Kapoor) প্রাক্তন স্বামীর শেষকৃত্যে দুই ছেলে মেয়ে, সামাইরা ও কিয়ানকে নিয়ে হাজির ছিলেন অভিনেত্রী। এসেছিলেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও সেফ আলি খান (Saif Ali Khan)-ও। বাবার শেষযাত্রায় সামিল হয়ে কান্নায় ভাঙল কিয়ান। ফুলের চাদরে মোড়া বাবার মৃতদেহ দেখে আছড়ে পড়ল কিয়ান। দুহাতে দিদির ছেলেকে আঁকড়ে ধরেছিলেন করিনা। সামলাচ্ছিলেন বোনপোকে। দিদি করিশ্মার সঙ্গে ছায়াসঙ্গীর মতো লেগেছিলেন করিনা। ঠায় দাঁড়িয়ে ছিলে সেফও।
শেষ যাত্রায় আবেগপ্রবণ কপূর পরিবারও
সদ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সঞ্জয়ের শেষযাত্রার একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, সাদা পোশাকে শেষ যাত্রায় সামিল হয়েছেন করিনা ও করিশ্মা দুজনেই। কালো চশমার আড়ালে চোখের জল লুকিয়েছেন করিনা। তিনি সামলেছেন করিশ্মার দুই ছেলে মেয়েকে। বিমর্ষ দেখাচ্ছে করিশ্মাকেও। বিচ্ছেদের পরেও সঞ্জয়ের সঙ্গে সৌজন্যের সম্পর্ক বজায় রেখে চলছিলেন করিশ্মা। সেই সম্পর্কের যেন শেষ হল। রোদে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় সেফকেও। করিশ্মাকেও সামলাতে দেখা যায় ছেলেকেও।
অন্যদিকে, ইতিমধ্যেই উঠে এসেছে একটি জল্পনা যে করিশ্মার বড় মেয়ে সামাইরা যাকি সঞ্জয়ের ব্যবসা সামলাতে পারেন। সঞ্জয়ের ৩ ছেলে মেয়ের মধ্যে সামাইরাই সবচেয়ে বড়। তিনি সাবালিকা। করিশ্মার সঙ্গে সঞ্জয়ের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে পিয়া সচদেবের সঙ্গে সঞ্জয়ের এক ছেলে ও রয়েছে। যদিও সঞ্জয় কপূরের কোম্পানির তরফ থেকে স্পষ্ট জবাব দেওয়া হয়েছে সঞ্জয় কপূরের কোনোও সন্তানই এখন ব্যবসা সামলানোর জন্য তৈরি নয়। এমতাবস্থায়, বোর্ড অফ ডিরেক্টরস মিলিতভাবে কোম্পানির নতুন চেয়ারম্যান নির্বাচন করবেন। বর্তমানে কোম্পানির দায়িত্ব ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও বিবেক বিক্রম সিংহের-এর হাতে রয়েছে।
২০০৩ সালে করিশ্মা ও সঞ্জয়ের বিবাহ হয়েছিল। ২০১৬ সালে লম্বা আইনি লড়াইয়ের পরে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এখন ছেলে ও মেয়েকে নিয়ে আলাদাই থাকছিলেন করিশ্মা। অন্যদিকে সঞ্জয় বিয়ে করেছিলেন মডেল পিয়া সচদেবকে। সুখী দাম্পত্য ছিল তাঁদের। তবে সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদের পরে আর বিবাহ করেননি করিশ্মা কপূর। বৃহস্পতিবার দুপুরেই আমদাবাদে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক প্লেন দুর্ঘটনার কথা শুনে নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট ও করেছিলেন সঞ্জয় কপূর। কিন্তু তখন সম্ভবত তিনি নিজেও কল্পনা করতে পারেননি যে আমদাবাদ ফ্লাইট দুর্ঘটনার দিনটি তাঁর জীবনেরও শেষ দিন হবে।
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram






















