Kareena Kapoor Khan: আমি আগে একজন মা, তারপর অভিনেত্রী: করিনা কপূর খান
Kareena Kapoor Khan: 'আমি এখন ৭০ শতাংশই মা', সম্প্রতি এমনই মন্তব্য় করলেন অভিনেত্রী করিনা কপূর খান।
কলকাতা: কর্ম জীবন ও ব্য়ক্তিগত জীবন দুইই সমানতালে সামলাচ্ছেন করিনা কপূর খান। ছবির সংখ্যা আগের থেকে কমিয়ে দিলেও বিভিন্ন শো থেকে বিজ্ঞাপন সবখানেই করিনা কপূর খানের অবাধ বিচরণ। সম্প্রতি অভিনেত্রী জানালেন, আমি এখন ৭০ শতাংশই মা, ৩০ শতাংশ অভিনেত্রী।
অভিনেত্রী জানান, “সইফ এবং আমি দুজনেই খুব খোলা মনের মানুষ । আমরা বাবা-মা হিসেবে মিডিয়ার কাছ থেকে সত্যিই কিছু গোপন করিনি। আমার সন্তানদের ছবি তোলা হয় কারণ আমরা বিশ্বাস করি সম্মান দিলে সম্মান পাব। আমি এটি চাইতে পারি না, বা এটির জন্য ভিক্ষা করতে পারি না। আমরা চাই, বাকিরাও আমাদের গোপনীয়তাকে সম্মান করবে। এবং সকলেই এটা করে, তাই আমি সবার কাছে কৃতজ্ঞ।"
আরও পড়ুন...
Aparshakti Khurana: অপারশক্তি খুরানার পরবর্তী রোম্য়ান্টিক গানেও 'জুবিলি'-র ছায়া
প্রসঙ্গত, কিছুদিন আগেই লাইম লাইটে উঠে এসেছিলেন বেবো। নিজের ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি পোস্ট করেছিলেন করিনা কপূর খান। সেখানে দেখা যাচ্ছে একটা প্লেটে খানিকটা চিড়ের পোলাও রাখা। পাশে এক কাপ চা ও একটা বাটিতে ধনেপাতার চাটনি, একটা লেবুর টুকরো। তবে ছবির সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল দুই খুদে হাত ও পা। ধনে পাতার চাটনির বাটির পাশে হাঁটু গেড়ে বসেছে খুদে জাহাঙ্গির (Jehangir Ali Khan)। হাতে চামচ। মায়ের পোস্ট দেখে আন্দাজ করা যায় খাবারের থালাটি মায়েরই। তাঁর পাতে পোলাওয়ের সঙ্গে চাটনি পরিবেশন করছে পুঁচকে জেহ।
আরও পড়ুন...Summer Tips: লাগবে না এসি, ফ্যানের সঙ্গে কীভাবে বরফ রাখলে ঠান্ডা হয় ঘর, জানুন সেই পদ্ধতি
খুদের পরনে ছিল নীল সাদা ডোরা কাটা টিশার্ট, ধূসর রঙের শর্টস। ক্যাপশনে করিনা কপূর লিখেছিলন, 'রবিবারের জলখাবার পরিবেশন করছে আমার জেহ বাবা।' ছবিতে কারও মুখ না দেখা গেলেও ক্যাপশন পড়ে আর হাত-পা দেখেই যে সে কে বোঝাই যাচ্ছে।
ইনস্টাগ্রামে যদি নজর রাখা যায়, তাহলে বোঝা যাবে প্রায়ই ছেলেদের নানান ছবি শেয়ার করতে থাকেন করিনা কপূর। সঙ্গে অনেক সময়ই দেখা যায় সেফ আলি খানকে। তৈমুর ও জেহ অনেক মিষ্টি ছবি ভাইরাল হয়ে যায়। সম্প্রতি তাঁরা আফ্রিকা সফরে গিয়েছিলেন। শেয়ার করেন ছবি।
২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন সেফ আলি খান ও করিনা কপূর খান। তাঁদের দুই সন্তান। ২০১৬ সালে জন্ম নেয় তৈমুর আলি খান। ২০২১ সালে জন্ম নেয় তাঁদের ছোট ছেলে জাহাঙ্গির আলি খান।