এক্সপ্লোর
Advertisement
Kareena Kapoor: মানুষ কর্মহীন বলেই তারকাদের ট্রোল করে সময় কাটাচ্ছেন, মন্তব্য করিনার
Kareena on nepotism: করিনার মতে, দর্শকরাই শেষ অবধি ঠিক করে কারা ইন্ডাস্ট্রিতে টিকে থাকবে, কে স্টার হবে।
মুম্বই: দীর্ঘ লকডাউনে সবাই বাড়িতে বসে থেকে থেকে চূড়ান্ত বোর হয়ে গিয়েছে, তাদের হাতে কোনও কাজ নেই। অথচ সকলেই কিছু করতে চাইছে। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের এটা-ওটা বলছে। সোশ্যাল মিডিয়া ট্রোল নিয়ে এভাবেই সরব হলেন করিনা কপূর।
নেটিজেনদের ট্রোলিং প্রবণতা নিয়ে এই অভিনেত্রীর বক্তব্য, ‘করোনা পরিস্থিতিতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে বাড়িতে বসে থাকতে হচ্ছে। তাই সময় কাটানোর জন্যই বিভিন্ন তারকাদের নিয়ে সমালোচনা, ট্রোল করছেন তাঁরা। হাতে কোনও কাজ না থাকায় এভাবেই তাঁরা নিজেদের জীবনটাকে উত্তেজক করে তোলার চেষ্টা করছেন।’
‘অতিরিক্ত সমালোচনা, অতিরিক্ত ট্রোলিং, অতিরিক্ত ব্যাখ্যা’ সোশ্যাল মিডিয়ায় চালু রয়েছে বলে মনে করছেন করিনা। তাঁর পরামর্শ, ‘সকলে নিজের নিজের জায়গায় থাকুন। অন্যের দিকে নাক গলানোর প্রয়োজন নেই। সম্ভব হলে পজিটিভ এনার্জি ছড়ানোর চেষ্টা করুন এভাবে বিষোদগারের পরিবর্তে।’
বলিউডের নেপোটিজম বিতর্ক নিয়েও মন্তব্য করতে দেখা গিয়েছে বেবোকে। তাঁর সাফ কথা, টানা ২১ বছর ধরে তিনি কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। যদি শুধুমাত্র তারকা সন্তান হওয়ার কারনেই তিনি বলিউডে জায়গা পেতেন তাহলে এত বছর ধরে টিকে থাকতে পারতেন না। দর্শকরাই তাকে ভালবাসা দিয়ে এই জায়গা দিয়েছেন বলে মন্তব্য করেন করিনা।
এই অভিনেত্রীর মতে, দর্শকরাই শেষ অবধি ঠিক করে কারা ইন্ডাস্ট্রিতে টিকে থাকবে, কে স্টার হবে। তাঁর কথায়, ‘দর্শকরাই আমাদের তৈরি করেন আবার তাঁরাই আমাদের দিকে আঙুল তোলেন। আপনি তো যাচ্ছেন হলে কেন ছবি দেখতে, তাই না? বেশ তো, রাগ হলে যাবেন না। কেউ তো আর জোর করেনি আপনাকে। এই আলোচনাটাই সত্যি বলতে আমার কাছে খুব অপ্রাসঙ্গিক আর অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে।’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
খবর
Advertisement