Kareena Kapoor Update: জাহাঙ্গিরের প্রথম জন্মদিন, আদুরে শুভেচ্ছা মা-মাসি-পিসিদের
Jeh Turns 1: সোশ্যাল মিডিয়া জুড়ে এখন খুদে জাহাঙ্গিরের জন্মদিন নিয়ে মেতেছে সেফিনার অনুরাগীরা। প্রথম জন্মদিনে জাহাঙ্গির আলি খানের জন্য রইল শুভেচ্ছা।
মুম্বই: দেখতে দেখতে এক বছরে পা। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খুদে পতৌদির আদুরে ভিডিও। ঠিক যেন ১ বছর পূর্ণ করে ভীষণ খুশি। এমনই একটি ভিডিও শেয়ার করে আদরের জেহ্ আলি খানকে (Jeh Ali Khan) প্রথম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পিসি সোহা আলি খান (Soha Ali Khan)।
করিনা কপূর খানের (Kareena Kapoor Khan) দ্বিতীয় সন্তান জাহাঙ্গির (Jehangir)। আজ ২১ ফেব্রুয়ারি গুটি গুটি পায়ে ১ বছরে পৌঁছল সে। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি পোস্টে খুদে নবাবকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর মা। তৈমুর (Taimur) ও জাহাঙ্গিরের একসঙ্গে হামাগুড়ি দেওয়ার একটি ছবি শেয়ার করে মজার ক্যাপশন লিখেছেন তাতে। বেবো জাহাঙ্গিরের মতো করে লেখেন, 'ভাই, আমার জন্য অপেক্ষা করো, আমার ১ বছর হয়ে গেল আজ... পৃথিবীটা একসঙ্গে ঘুরে দেখা যাক... অবশ্যই সঙ্গে মা আমাদের সর্বত্র অনুসরণ করবে... শুভ জন্মদিন আমার জেহ বাবা... আমার জীবন... আমার ছেলে...।'
View this post on Instagram
এরপর আরও একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে একরত্তি জেহ্-র সঙ্গে দেখা যায় তাঁর বাবা অভিনেতা সেফ আলি খানকে (Saif Ali Khan)। ক্যাপশনে লেখেন, 'আচ্ছা বাবাও তোমাদের অনুসরণ করবেন।'
View this post on Instagram
করিনার পোস্টে টিনসেল তারকাদের শুভেচ্ছা উপচে পড়তে থাকে।
অন্যদিকে জেহ্-র জন্মদিনে একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন পিসি অভিনেত্রী সোহা আলি খান। মজা করে ক্যাপশনে লেখেন, 'কী? আমার প্রথম জন্মদিন!!!' প্রবলভাবে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
View this post on Instagram
অন্য়দিকে সেফ আলি খানের আরও এক বোন সাবা আলি খানও (Saba Ali Khan) খুদে জাহাঙ্গিরের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। সঙ্গে সেফ আলি খানেরও ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, 'আমার জেহ্ জান... ১ বছরে পড়ল। ভালবাসা ও আশীর্বাদ। ওকে কি ওর বাবার মতো দেখতে লাগছে?'
View this post on Instagram
আরও পড়ুন: Dadasaheb Phalke Awards Winners List : রণবীর সিংহ থেকে কৃতী শ্যানন, কে কে আছেন পুরস্কৃতদের তালিকায়?
অন্যদিকে জাহাঙ্গিরের মাসি করিশ্মা কপূরও (Karisma Kapoor) একটি মিষ্টি ছবি পোস্ট করে জেহ্কে শুভেচ্ছা জানিয়েছেন।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়া জুড়ে এখন খুদে জাহাঙ্গিরের জন্মদিন নিয়ে মেতেছে সেফিনার অনুরাগীরা। প্রথম জন্মদিনে জাহাঙ্গির আলি খানের জন্য রইল শুভেচ্ছা।