এক্সপ্লোর
Advertisement
করিনা নয়, আমার সঙ্গেই সলমনের বন্ধুত্ব বেশি, বললেন করিশ্মা
নয়াদিল্লি: অভিনেত্রী করিশ্মা কপূর সলমন খানের সঙ্গে তাঁর বোন করিনা কপূর খানের বন্ধুত্ব নিয়ে নিয়ে অনেক কথা বললেন। তিনি বলেছেন, করিনা নয়, তাঁর সঙ্গেই সলমন খানের ঘনিষ্ঠতা বেশি। এন্টারটেনমেন্ট কি রাত-লিমিডেট এডিশন-এ করিশ্মা বলেছেন, 'করিনার তুলনায় সলমন আমারই বেশি কাছের সলমন। আমাদের বন্ধুত্ব দীর্ঘদিনের। সলমনের কাছে করিনা ছোট বোনের মতো আর এখনও ওকে ছোট বলেই মনে করে'।
১৯৯০-এর দশকে অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন করিশ্মা ও সলমন। আন্দাজ আপনা আপনা, বিবি নম্বর ১, জিত ও জুড়ওয়া-র মতো সিনেমায় তাঁরা একসঙ্গে কাজ করেছেন। করিনা সলমনের সঙ্গে বডিগার্ড ও বজরঙ্গী ভাইজান সিনেমায় অভিনয় করেছেন।
উল্লেখযোগ্য ব্যাপার, করিশ্মাও বডিগার্ড সিনেমার অংশ ছিলেন। করিশ্মা বলেছেন, আমি বডিগার্ড সিনেমায় তাঁর গলা শোনা গিয়েছিল।
এখন কোন ধরনের সিনেমায় কাজ করতে চান। এই প্রশ্নের জবাবে করিশ্মা বলেছেন, সমস্ত নম্বর ১ সিনেমায় কাজ করার পর এবার কেউ যদি মামি নম্বর ১-এর মতো সিনেমা করেন তাহলে সেখানে কাজ করতে চান।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement