Kartik Aaryan: ঝাঁসি থেকে মুম্বই, ৯ দিন ধরে সাইকেল চালিয়ে প্রিয় অভিনেতার কাছে অনুরাগী, জল খাওয়ালেন কার্তিক আরিয়ান
Kartik Aaryan Fan: ঝাঁসি থেকে মুম্বই, সাইকেল সফরে ৯ দিন! একটানা সাইকেল চালিয়ে প্রিয় তারকা কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা করতে পৌঁছলেন অনুরাগী। বাড়ির বাইরে এসে পৌঁছতেই অভিনেতা কী জিজ্ঞেস করলেন?
নয়াদিল্লি: প্রিয় তারকাকে একবার সামনে থেকে দেখার জন্য, তাঁর মন জয় করার জন্য অনুরাগীদের একাধিক অসাধ্য সাধনের গল্প আমরা শুনেছি। এবার তেমনই এক ঘটনার সাক্ষী থাকলেন অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan), ও গোটা দেশবাসী। আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেতার এই অনুরাগী। টানা ৯ দিন ধরে সাইকেল চালিয়ে (cycling) ঝাঁসি (Jhansi) থেকে মুম্বই (Mumbai) এসে পৌঁছলেন অনুরাগী। উদ্দেশ্য একটাই, কার্তিকের সঙ্গে সাক্ষাৎ। তাঁকে দেখে কী বললেন অভিনেতা?
কার্তিকের সঙ্গে দেখা করতে সাইকেল চালিয়ে হাজির অনুরাগী
ঝাঁসি থেকে মুম্বই, সাইকেল সফরে ৯ দিন! একটানা সাইকেল চালিয়ে প্রিয় তারকা কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা করতে পৌঁছলেন অনুরাগী। বাড়ির বাইরে এসে পৌঁছতেই অভিনেতা তাঁকে পানীয় জলের জন্য জিজ্ঞেস করেন। অনুরাগীকে স্বাগত জানিয়ে আপ্যায়ণও করতে দেখা গেল অভিনেতাকে। কার্তিকের সঙ্গে দেখা করতে প্রায় ১০০০ কিমি সাইকেল চালিয়ে আসেন ওই ব্যক্তি।
একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কার্তিককে দেখেই তাঁর পা ছুঁয়ে প্রণাম করতে উদ্যত ওই ব্যক্তি। এরপর তাঁদের মধ্যে কথোপকথনও হতে দেখা যায়। অনুরাগীর সঙ্গে দাঁড়িয়ে পোজ দেন অভিনেতা। এই ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের কমেন্টের বন্যা। অনুরাগীর সঙ্গে উষ্ণ ব্যবহারের জন্য অভিনেতার প্রশংসাতেও পঞ্চমুখ তাঁরা। অনেকে আবার অনুরাগীর ভালবাসার প্রশংসা করলেন। একজন লেখেন, 'অনুরাগীদের প্রতি ওঁর ভালবাসা ও ওঁর প্রতি অনুরাগীদের ভালবাসা, খুবই পবিত্র ও সুন্দর।' কেউ আবার লিখলেন, 'যেভাবে অনুরাগীদের দিকে তিনি নজর দেন। সেই কারণে ভারতের প্রত্যেক প্রান্তের মানুষ তাঁকে এত ভালবাসেন।'
View this post on Instagram
আরও পড়ুন: Cyber Crime: সাইবার প্রতারণার শিকার মহেশ বাবু-নম্রতা শিরোদকরের কন্যা সিতারা, সতর্কতা জারি
প্রসঙ্গত, কার্তিক আরিয়ান সম্প্রতি কবীর খানের 'চন্দু চ্যাম্পিয়ন' ছবির শ্যুটিং শেষ করেছেন। স্পোর্টস ড্রামা ঘরানার এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৪ জুন, ২০২৪। তাঁকে শেষ দেখা গিয়েছিল কিয়ারা আডবাণীর বিপরীতে 'সত্যপ্রেম কি কথা' ছবিতে। এছাড়া তাঁর হাতে রয়েছে অনুরাগ বসুর 'আশিকি ৩'। তৃপ্তি দিমরির সঙ্গে দেখা যাবে তাঁকে এই ছবিতে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।