Kartik Aaryan: এক অনুষ্ঠানে এসে কান্নায় ভেঙে পড়লেন কার্তিক আরিয়ান, কেন?
মুম্বইয়ের এক নামকরা হাসপাতালে সম্প্রতি ক্যানসার প্রতিরোধের সচেতনতা বৃদ্ধির জন্য এক অনুষ্ঠানে যোগ দেন অভিনেতা কার্তিক আরিয়ান। সেখানেই কান্নায় ভেঙে পড়েন। যা দেখে হতবাক নেট দুনিয়া।
মুম্বই: সদ্যই নিজের ছবি 'সোনু কি টিটু কি সুইটি' ছবির চতুর্থ বর্ষপূর্তির জন্য ক্যানসার জয়ীদের সঙ্গে বিশেষ সময় কাটিয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি ও ভিডও পোস্ট করে তিনি জানান, কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবির চতুর্থ বর্ষপূর্তি এর থেকে ভাল আর কীই হতে পারে। ভিডিও পোস্ট করে অভিনেতা লেখেন, ''সোনু কি টিটু কি সুইটি' ছবির চতুর্থ বর্ষপূর্তি এর থেকে ভালো আর হতে পারত না। এমন শক্তিশালী মানুষদের সঙ্গে সময় কাটাতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।' কার্তিক আরিয়ানের এই পোস্টে ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। ছবি নির্মাতা একতা কপূর অভিনেতাকে কমেন্টে ভালোবাসার চিহ্ন দিয়েছেন। তাঁর এমন মানবিক উদ্যোগে দারুণ খুশি অনুরাগীরা। মুম্বইয়ের এক নামকরা হাসপাতালে সম্প্রতি ক্যানসার প্রতিরোধের সচেতনতা বৃদ্ধির জন্য এক অনুষ্ঠানে যোগ দেন অভিনেতা। সেখানেই কান্নায় ভেঙে পড়েন। যা দেখে হতবাক নেট দুনিয়া।
আরও পড়ুন - Dharmendra: তাঁর মন খারাপের পোস্ট দেখলে কী করতেন লতা মঙ্গেশকর? জানালেন ধর্মেন্দ্র
মু্ম্বইয়ে এক নামকরা হাসপাতালে ক্যানসার প্রতিরোধের সচেতনতা বৃদ্ধির জন্য অনুষ্ঠানে যোগ দিতে এসে নিজের মায়ের কথা বলছিলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। অভিনেতার মা ক্যানসারে আক্রান্ত হন। তিনি কীভাবে ক্যানসারের সঙ্গে লড়াই করেন, প্রাণঘাতী এই মারণ রোগ কীভাবে জীবনহানির সম্ভাবনা তৈরি করে, সেই সমস্ত বিষয়ে কথা বলছিলেন। ক্যানসারের বিরুদ্ধা মায়ের লড়াইয়ের কথা বলতে গিয়েই চোখের জল ধরে রাখতে পারলেন না কার্তিক আরিয়ান। কান্নায় ভেঙে পড়লেন। তাঁর চোখের জল দেখে চোখে জল এল সেখানে উপস্থিত অন্যান্যদের। চোখে জল অভিনেতার অনুরাগীদেরও। জানা যায়, পরিচালক লভ রঞ্জনের ছবির জন্য যখন কাজ করছিলেন কার্তিক আরিয়ান, সেই সময় তাঁর মা ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। সেই সমস্ত কঠিন দিনগুলোর কথা বলতে গিয়েই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মায়ের সঙ্গে ভিডিও পোস্ট করেছেন। যেখানে মা-ছেলের নাচ মন জিতে নিয়েছে নেট নাগরিকদের।
প্রসঙ্গত, বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'ধামাকা' ছবিতে। যদিও এই ছবিটি সিনেমা হলে নয়, মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। তাঁর হাতে এই মুহূর্তে রয়েছে একাধিক ছবি। 'ভুল ভুলাইয়া টু', 'ক্যাপ্টেন ইন্ডিয়া', 'ফ্রেডি', 'শেহজাদা' এবং সাজিদ নাদিয়াদওয়ালার নাম ঠিক না হওয়া একটি ছবিতে দেখা যাবে তাঁকে।