এক্সপ্লোর
বাড়ছে ক্যাটরিনা-আদিত্য ঘনিষ্ঠতা! জ্বলছেন রণবীর কপূর
মুম্বই: আদিত্য রায় কপূরের সঙ্গে ক্যাটরিনা কাইফ যে হারে মাখামাখি শুরু করেছেন, তাতে বেজায় অসন্তুষ্ট রণবীর কপূর। ক্যাট-রণবীর সম্পর্ক এখন অতীত। ক্যাটরিনাকে ঋষি কপূরের ছেলে নতুন করে চান, এমনও লক্ষণ নেই। তাহলে এত জ্বলুনি কীসে?
কাহানি মে টুইস্ট এইখানেই। আদিত্য নাকি রণবীরের ঘনিষ্ঠতম বন্ধু। কিন্তু যেভাবে তিনি তাঁকে ছেড়ে ক্যাটকে নিয়ে মাতামাতি শুরু করেছেন, তা রণবীর মেনে নিতে পারছেন না।
কিছুদিন আগে রণবীর যখন গৃহপ্রবেশ উপলক্ষ্যে পার্টি দিলেন, তখন তাতে আসেননি আদিত্য। তিনি নাকি ব্যস্ত ছিলেন ক্যাটরিনাকে নিয়ে। মুম্বইয়ের খার এলাকায় ফুটবল প্র্যাকটিসেও আদিত্য রণবীরের সঙ্গে যাননি। কপূর পুত্রতে যেতে হয় অন্য কাউকে নিয়ে। ফলে শোনা যাচ্ছে, ক্যাটরিনাকে নিয়ে দুই নায়কের মধ্যে নাকি বেজায় মন কষাকষি চলছে, দুই বন্ধুর সম্পর্ক আর আগের মত নেই।
তবে ক্যাটরিনা-আদিত্য প্রেম করছেন, এটাও বিশ্বাসযোগ্য নয়। রণবীরের সঙ্গে ক্যাটরিনার পূর্ব সম্পর্কের কথা ভালভাবেই জানা আদিত্য কোনওভাবেই ক্যাটের প্রতি কোনও দুর্বলতাকে প্রশ্রয় দিতে রাজি নন। কিন্তু বারবার তিনি যেভাবে বেস্ট ফ্রেন্ডের থেকে ক্যাটরিনাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, করিশমা-করিনার ভাই তা মোটেই ভালভাবে নিচ্ছেন না।
বলিউডে বেস্ট ফ্রেন্ডদের সম্পর্কে ভাঙন ধরা নতুন কিছু নয়। রণবীর সিংহ ও অর্জুন কপূর ঘনিষ্ঠ বন্ধু হলেও কিছু একটা নিয়ে তাঁদের সম্পর্কে চিড় ধরে। পরে অবশ্য তাঁরা মিটমাট করে নেন। আশা করা যায়, দুই কপূরের মধ্যেও এমনটাই ঘটবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement