Flashback: নতুন ছবিতে একসঙ্গে কৌশিক-সৌরভ, সঙ্গে থাকছেন বাংলাদেশের অভিনেত্রী শবনমও
New Movie: দুই বাংলার শিল্পীদের নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। তবে এই প্রথম নয়, বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালকেরা বারে বারেই কাজ করেছেন টলিউডে এসে
কলকাতা: নতুন ছবিতে এবার একসঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও সৌরভ দাস (Sourav Das)। সঙ্গে থাকছেন বাংলাদেশের অভিনেত্রী শবনম বুবলী। ঘোষণা করা হল নতুন ছবি 'ফ্ল্যাশব্যাক' (Flashback)-এর। ছবির পরিচালনায় দেখা যাবে রাশেদ রাহাকে। খুব শীঘ্রই ছবি হবে এই ছবির কাজ।
দুই বাংলার শিল্পীদের নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। তবে এই প্রথম নয়, বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালকেরা বারে বারেই কাজ করেছেন টলিউডে এসে। জিতে নিয়েছেন মন। এই ছবিতে কৌশিকের চরিত্রের নাম অঞ্জন। তিনি দীর্ঘদিনের মঞ্চ শিল্পী। তবে বর্তমানে সবকিছু ছেড়ে দিয়েছেন তিনি। অভিনয় জগৎ থেকে অনেকটা দূরেই রয়েছেন অঞ্জন। অন্যদিকে, ডিকের চরিত্রে দেখা যাবে সৌরভকে। এক ভবঘুরের চরিত্রে দেখা যাবে তাঁকে। বাংলাদেশের অভিনেত্রী শবনমকে দেখা যাবে একজন পরিচালকের চরিত্রে। তাঁর চরিত্রের নাম শ্বেতা। সময়ের সঙ্গে, কোনও এক পরিস্থিতিতে দেখা হয়ে যায় এই ৩জন মানুষের। তারপরে কোন দিকে মোড় নেবে তাঁদের সম্পর্ক, সেই উত্তর দেবে ছবি।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির কাজ। পরিচালকের মতে, কৌশিক গঙ্গোপাধ্যায় যথেষ্ট প্রতিভাবান অভিনেতা আর সেটাই ফুটে ওঠে তাঁর প্রত্যেক ছবির কাজে। এই ছবিতেও নিজের চরিত্রে দুর্দান্ত অভিনয় করছেন তিনি। অন্যদিকে, নিজের নিজের চরিত্রে শবনম ও সৌরভও খুব ভাল কাজ করছেন বলে মত পরিচালকের। এই কাজটি নিয়ে অভিনেতা সৌরভ দাস বলছেন 'এই ছবিতে আমার চরিত্রের মধ্যে আলাদা একটি মজা আছে। কৌশিকদা, বুবলীর সঙ্গে অভিনয় করা দারুন অভিজ্ঞতা। এর আগে বুবলীর সঙ্গে কাজ করা হয়নি আমার। আশা করছি, দর্শকদের ভাল লাগবে ছবিটি।'
ছবিতে অন্যান্য ভূমিকাতে দেখা যাবে আরও বেশ কিছু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের। তাঁদের নাম অবশ্য এখনও পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি। ছবিটি মুক্তি পাবে নারায়ন চট্টোপাধ্যায় ও কাজি জাফরিন মুন এর প্রযোজনাতে "এ ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট" ও "বিগ আর এন্টারটেইনমেন্ট" এর ব্যানারে। প্রসঙ্গত, সদ্য নতুন জীবনে পা রেখেছেন সৌরভ। দর্শনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। আর তারপরেই ফিরেছেন কাজে।
আরও পড়ুন: Rituparna Sengupta: এবার চৈতির পরিচালনায় নায়ক অর্মত্য, মা-ছেলের ছবির দোসর ঋতুপর্ণা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।