এক্সপ্লোর
বিচারকের চেম্বারে ঢুকে আত্মসমর্পণের চেষ্টা, পরে গ্রেফতার কেরলের অভিনেত্রীর শ্লীলতাহানিকাণ্ডে মূল অভিযুক্ত সুনীল কুমার

এর্নাকুলাম: জনপ্রিয় মালয়ালম অভিনেত্রীর শ্লীলতাহানি ও অপহরণকাণ্ডে আত্মসমর্পণ করল ঘটনার মূল অভিযুক্ত সুনীল কুমার। প্রসঙ্গত, কোচিতে কড়া পুলিশি প্রহরায় সকলের চোখ এড়িয়ে প্রধান বিচারকের চেম্বারে ঢুকে আত্মসমর্পণের চেষ্টা করে এই ঘটনার মূল অভিযুক্ত সুনীল কুমার সহ অন্য অভিযুক্ত ভিজেশ। সেসময় লাঞ্চ সারতে চেম্বারের বাইরে গিয়েছিলেন বিচারক। অভিযুক্তদের চেম্বারে ঢুকতে দেখে সাদা পোশাকের পুলিশ এসে দুজনকে গ্রেফতার করে। সূত্রের খবর, সুনীল কুমারকে জেরার জন্যে কোনও এক অজ্ঞাত জায়গায় নিয়ে গেছে পুলিশ। প্রসঙ্গত, তিরিশ বছরের এই মালয়ালি অভিনেত্রী প্রায় ৭৫টির ওপর ছবিতে এরমধ্যে কাজ করে ফেলেছেন। গত ১৭ ফেব্রুয়ারি ত্রিশূর থেকে কোচি ফেরার সময় তাঁকে অপহরণ করে শ্লীলতাহানি করে সাত জনের একটি গ্যাং। অভিনেত্রী তাঁর দায়ের করা অভিযোগ পত্রে দাবি করেন, তাঁকে চুপ করে থাকার হুমকি দিয়েছিল মূল অভিযুক্ত। বলা হয়েছিল, যদি তিনি চিত্কারের চেষ্টা করেন, তাহলে তাঁকে ইঞ্জেকশন দিয়ে বেঁহুশ করে দেওয়া হবে। তারপর তাঁকে কোনও এক অচেনা জায়গায় পাচার করে দেওয়া হবে। কেরলে ‘কোটেশন মাফিয়া’রা মূলত ‘সুপারি কিলার’দের সমান। এটা এখনও জানা যায়নি, এই গ্যাংটিকে কে বা কারা ভাড়া করেছিল, তবে জানা গিয়েছে অভিনেত্রীর কেরিয়ার শেষ করতেই এই পদক্ষেপ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















