Khan Sir: ইউটিউবে তাঁর জনপ্রিয়তার রহস্য কী? জানালেন 'খান স্যর'
The Kapil Sharma Show: তাঁকে প্রেরণা দেওয়া ব্যক্তি হলেন কপিল শর্মা। এমনটাই জানালেন সকলের পরিচিত 'খান স্যর'।
মুম্বই: সারা বিশ্বের কাছে পরিচিত ইউটিউবার এবং শিক্ষক 'খান স্যর' (Khan Sir) তাঁর জনপ্রিয়তার রহস্য ফাঁস করলেন। তিনি কীভাবে নিজেকে সারা বিশ্বের কাছে এভাবে জনপ্রিয় করে তুলেছেন, কোন ব্যক্তিকে দেখে প্রেরণা পেয়েছেন, সেসব সম্পর্কে কথা বললেন। আর তাঁকে প্রেরণা দেওয়া ব্যক্তি হলেন কপিল শর্মা (Kapil Sharma)। এমনটাই জানালেন সকলের পরিচিত 'খান স্যর'।
ইউটিউবে জনপ্রিয়তা প্রসঙ্গে খান স্যর-
সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার 'খান স্যর', যিনি আবার পেশায় শিক্ষকও বটে, তিনি এসেছিলেন 'দ্য কপিল শর্মা শো'তে (The Kapil Sharma Show)। সেখানে এসেই তিনি জানালেন যে, কপিল শর্মাকে দেখে তিনি প্রেরণা পেয়েছেন। এবং তাঁর থেকেই প্রেরণা নিয়েই অভিনব পদ্ধতিতে তিনি শিক্ষাদান করেন। আর তার জন্যই তিনি এক জনপ্রিয় হয়ে উঠেছেন।
খান স্যর বলেন, 'যখন তুলনায় কমজোড়ি পড়ুয়ারা পড়াশোনা করা থেকে একঘেয়ে হয়ে যায়, তখন তারা 'দ্য কপিল শর্মা শো দেখে। প্রথমে আমিও ভাবতাম যে, কেন আমরা জোর করে পড়ানোর চেষ্টা করছি। কিন্তু ওদের কাছে এই শো টা অনেক বেশি আকর্ষণীয় লাগত।'
'খান স্যর'। যাঁর লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবং তাঁর পড়ানোর কায়দাও অভিনব। তাই তাঁর জনপ্রিয়তাও চোখে পড়ার মতো। খান স্যরের পড়ানোর কায়দাকে প্রশংসা করেন বহু মানুষ। মজার ছলে বা হিউমর দিয়ে তিনি পড়াশোনাকে আরও আকর্ষণীয় করে থাকেন। এই প্রসঙ্গে তিনি আরও বলছেন, 'তখন আমি ভাবতাম, কেন না আমি পড়াশোনার সঙ্গে হিউমরকে যোগ করে দিই। যাতে পড়াশোনাটা পড়ুয়াদে কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। ওরা যাতে মজায় পায়।'