Kiara Advani: 'যে আসছে, সে সৌভাগ্যবান..' পিতৃদিবসে হবু বাবা সিদ্ধার্থকে নিয়ে আবেগে ভাসলেন কিয়ারা
Fathers Day 2025: কিয়ারা আডবাণী আর সিদ্ধার্থ মলহোত্র বলিউডের অন্যতম পাওয়ার কাপল।

কলকাতা: এখন তিনি মা হওয়ার অপেক্ষায় দিন গুনছেন। অধীর আগ্রহে অপেক্ষা করছেন সন্তানের। মা হওয়ার আগে, এই 'ফাদার্স ডে' টা একটু বেশিই বিশেষ অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani)-র কাছে। সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর জীবনের ৩ জন গুরুত্বপূর্ণ মানুষকে নিয়ে 'ফাদার্স ডে' -তে পোস্ট করলেন। কী লিখলেন কিয়ারা? তাঁর কাছের মানুষেরাই বা কে কে?
কিয়ারা প্রথমে নিজের বাবার সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়েছেন। সেখানে কিয়ারার বাবা তাঁকে জড়িয়ে ধরে রয়েছেন। পরের ছবিতে দেখা যাচ্ছে, একটি পুলে খেলা করছে ছোট্ট কিয়ারা। পাশে তাঁর বাবা। এর পরের ছবিতে দেখা যাচ্ছে, কিয়ারার স্বামী সিদ্ধার্থ ও তাঁর বাবাকে। একেবারে শেষের ছবিটি সিদ্ধার্থ ও কিয়ারার। একটি কেকের সামনে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। কেকের ওপরে লেখা, 'ওহ বেবি'। বোঝাই যায়, সন্তান আগমনের আগেই উৎসবে মেতে রয়েছেন কিয়ারা ও সিদ্ধার্থ। আপাতত মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন কিয়ারা।
সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি শেয়ার করে কিয়ারা লিখেছেন, 'প্রথমে সেই মানুষটার জন্য যিনি আমায় ধৈর্য্য, ভালবাসা আর নিজের ক্ষমতা দিয়ে বড় করে তুলেছেন। আমার জীবনের প্রথম নায়ক। সেই মানুষটা, যে আমার প্রথম রিং-এই ফোন ধরেন। দ্বিতীয়ত সেই মানুষটার জন্য যিনি আমার স্বামীকে তৈরি করেছেন। সেই মানুষটাকে এমনভাবেই তৈরি করে দিয়েছেন যে তাঁর সঙ্গে আমি আমার গোটা জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারি। তৃতীয়ত, আমার স্বামী.. যে বাবা হতে যাচ্ছে.. আমি ইতিমধ্যেই জানি আমাদের সন্তান সবচেয়ে সৌভগ্যবান হবে। আমার জীবনের সমস্ত বাবা-দের হ্যাপি ফাদার্স ডে।'
কিয়ারা আডবাণী আর সিদ্ধার্থ মলহোত্র বলিউডের অন্যতম পাওয়ার কাপল। 'শেরশাহ' ছবিতে অভিনয় করতে গিয়ে তাঁদের সম্পর্কের শুরু। নিজেদের সম্পর্ক নিয়ে প্রথমটা কিছুই প্রকাশ করেননি তাঁরা। তবে তাঁদের প্রেম গোপন থাকেনি। সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছিল তাঁদের সম্পর্ক। এবং তারপরে তাঁদের স্বপ্নের বিবাহ বাসর। রাজস্থানের জয়সলমীরে রাজকীয় বিয়ে সেরেছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাঁদের বিয়ের ছবি। সেই থেকেই তো অনুরাগীদের পছন্দের একেবারে শীর্ষ তালিকায় রয়েছেন তাঁরা। নেটিজেনরা বলেন, সিদ্ধার্থ কিয়ারা যে ভালবাসা নিয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকেন, সেই সমীকরণ খুব কম জুটির মধ্যেই দেখা যায়।
View this post on Instagram






















