Krishna Janmashtami 2021: রাধার বেশে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত
Krishna Janmashtami 2021: ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে বিখ্যাত 'রাধা ক্য়ায়েসে না জ্বলে' গানে নাচ করে পোস্ট করলেন অভিনেত্রী। এভাবেই অনুরাগীদের শুভেচ্ছাবার্তা পাঠালেন অভিনেত্রী।
নয়াদিল্লি: বলিউডের চিরসবুজ অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। মানুষের কাছে যাঁর ব্যপ্তি কেবল অভিনয় দিয়েই নয়, তাঁর দুর্দান্ত নাচ দিয়েও। বলিউডের তাবড় তাবড় কলাকুশলীরাও তাঁর নাচের প্রশংসায় পঞ্চমুখ থাকেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে চিরস্মরণীয় হয়ে থাকবে তাঁর অসংখ্য পারফরম্যান্স। 'এক দো তিন', 'চনে কে খেত মে', 'কাহে ছেড় মোহে', 'মেরা পিয়া ঘর আয়া', 'ধক ধক করনে লগা' ইত্যাদির গানই হোক বা 'আজা নচলে'-এর মতো ছবি, চিরকাল মাধুরী দীক্ষিতের নাচের জন্য মনে রাখবে দর্শক।
গোটা দেশ আজ জন্মাষ্টমী পালন করছে। একাধিক বলি তারকা তাঁদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের। বাদ যাননি মাধুরীও। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে 'লগান' ছবির বিখ্যাত 'রাধা ক্য়ায়সে না জ্বলে' গানে নাচ করে পোস্ট করলেন অভিনেত্রী। এর থেকে ভাল শুভেচ্ছা আর কীই বা হতে পারে।
আরও পড়ুন: Janmashtami 2021: জন্মাষ্টমীর শুভেচ্ছা অনুরাগীদের উদ্দেশে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বলি তারকাদের
View this post on Instagram
প্রায়ই বিভিন্ন ট্রেন্ডিং গানে পা মিলিয়ে ইনস্টাগ্রামে রিল করতে দেখা যায় অভিনেত্রীকে। প্রায়ই ভাইরাল হয় তাঁর সেই সমস্ত পোস্ট। আজকেও তিনি ধরা দিলেন গোলামী চূড়িদারে। ভিডিও পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'প্রত্য়েককে শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা।' আপাতত বিখ্যাত ডান্স রিয়্যালিটি শো 'ডান্স দিওয়ানে'-তে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে।