এক্সপ্লোর
Advertisement
বন্ধ করে দেওয়া হয়েছে টুইটার অ্যাকাউন্ট, আত্মহত্যার হুমকি দিলেন কেআরকে
মুম্বই: নাম কামাল রশিদ খান। তিনি নিজেকে বলেন কেআরকে। বলিউডের যাবতীয় খবর ও ছবির এই স্বঘোষিত সমালোচক ও অভিনেতা এবার আত্মহত্যার হুমকি দিয়েছেন।
বরাবরই ভুলভাল খবরে পাদপ্রদীপের আলোয় থাকেন কেআরকে। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বলিউড তারকাদের ট্রোল করা থেকে কুরুচিকর, আপত্তিকর মন্তব্য- সবই তিনি করে থাকেন নির্বিকারভাবে। সে জন্য সমালোচিতও কম হন না কিন্তু কেআরকের ভ্রুক্ষেপ নেই।
কিন্তু এবার ধর্মের কল বাতাসে নড়েছে। সাসপেন্ড করে দেওয়া হয়েছে তাঁর টুইটার অ্যাকাউন্ট। শোনা যাচ্ছে, এতে আবার আমির খানের হাত রয়েছে কারণ আমিরের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি সিক্রেট সুপারস্টারকে ট্রোল করেন তিনি।
তাঁর যাবতীয় তোপ দাগার ব্রহ্মাস্ত্র ওই টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ায় ফলে বেজায় চটেছেন কেআরকে। বলেছেন, তাঁকে না জানিয়ে অ্যাকাউন্ট সাসপেন্ড করায় টুইটারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। টুইটারে তাঁর ৬০ লক্ষ ফলোয়ার, এঁদের জন্য নাকি প্রায় ৫ লাখ টাকা খরচ করেছেন তিনি। সেই টাকা টুইটার তাঁকে দিক, না হলে মামলা করবেন তিনি।
কাজ হয়নি হুমকিতে। সুর পালটেছেন কেআরকে। এবার প্রেস রিলিজ ইস্যু করে বলেছেন, তাঁর টুইটার অ্যাকাউন্ট চালু করে না দিলে তিনি আত্মহত্যা করবেন। ১৫ দিনের মধ্যে যদি অ্যাকাউন্ট চালু না হয়, তা হলে আর কেআরকে নাকি আমাদের মধ্যে থাকবেন না!
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement