Kulpi Trailer: ছক ভাঙা প্রেমের গল্প নিয়ে আসছেন পায়েল-প্রত্যয়, প্রকাশ্যে ট্রেলার
Kulpi Trailer: ছবিটি কুলদীপ রায় চৌধুরীকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তার ছোট আকারের কারণে তাকে ‘কুলপি’ নামে ডাকা হয়। কুলপির সংগ্রামের সঙ্গে ধীরে ধীরে ছবিতে এক সুন্দর পিতা-পুত্রের সম্পর্ক দেখা যাবে।
কলকাতা: আগেই প্রকাশ পেয়েছিল ছক ভাঙা প্রেমের গল্প নিয়ে তৈরি ছবি 'কুলপি'র (Kulpi) পোস্টার। সম্প্রতি মুক্তি পেল ছবির ট্রেলারও (Trailer)।
'কুলপি' ট্রেলার লঞ্চ
ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ছিল একেবারে তারকা খচিত। হাজির হয়েছিলেন ছবির সকল কলাকুশলীরা। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার (Paayel Sarkar)। চরিত্রের নাম কঙ্কনা। বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে ছবির নায়ক প্রত্যয় ঘোষও (Protyay Ghosh) উপস্থিত ছিলেন। নাম চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রত্যয় একজন তরুণ এবং প্রতিভাবান অভিনেতা যিনি এই ছবি দিয়েই সিনেমায় যাত্রা শুরু করতে চলেছেন।
View this post on Instagram
ছবির অন্যান্য চরিত্র
এই 'কুলপি' খানিক অন্যধারার গল্প। সমাজের চেনা ছকের বাইরের প্রেমের গল্প শোনাবে 'কুলপি'। তার সঙ্গে থাকবে নানারকমের ট্যুইস্টও। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, চুমকি চৌধুরী, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু ও প্রমুখ।
'কুলপি' ছবিটি তার উপস্থাপনার মাধ্যমে সমাজের অন্যতম প্রয়োজনীয় অংশ 'বামন'দের (Dwarfism) বিষয়ে আলোকপাত করতে চলেছে। এই ফিল্মটি সমাজের সেই বিশেষ অংশের দুর্দশা ও যন্ত্রণার কথা তুলে ধরবে যাঁরা দীর্ঘকাল ধরে অমানবিক বৈষম্যের সাক্ষী হয়ে আসছে এবং মৌলিক অধিকার ও মূল্যবোধ থেকে আজও অনেকক্ষেত্রে বঞ্চিত।
পরিচালকের কথায়...
ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন বর্ষালী চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'ছবিটি মূলত একটি রোম্য়ান্টিক কমেডি। যার মধ্যে রহস্য, রোমাঞ্চ, থ্রিলের প্রয়োজনীয় উপাদানও আছে যা দর্শকদের শেষ পর্যন্ত ছবিটি দেখতে বাধ্য করবে। প্রত্যয় 'কুলপি'র চরিত্রটি যথাযথ ফুটিয়ে তুলেছেন এবং পায়েল তাঁর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। ওঁরা ছাড়াও বাকি যে সকল কিংবদন্তি তারকারা রয়েছেন, প্রত্যেকেই নিজের সবটা দিয়ে কাজ করেছেন। ছবিতে একাধিক সার্কাসের দৃশ্য আছে। সেই অ্যাকশন ও খেলার দৃশ্য বাচ্চাদেরও ভাল লাগবে বলে আমার বিশ্বাস। অন্যদিকে কুলদীপ-কঙ্কনার শান্ত রসায়ন এবং কুলদীপের নিজের ওপর চাপিয়ে দেওয়া সমস্ত সীমানার ঊর্ধ্বে ওঠার আপ্রাণ চেষ্টা দর্শককে আরও পরোপকারী এবং একজন সহানুভূতিশীল ব্যক্তি হয়ে উঠতে সাহায্য করবে।'
আরও পড়ুন: New Bengali Movie: দুই বোনের কাহিনি নিয়ে আসছেন রূপসা-অনন্যা, এপ্রিলে শ্যুটিং শুরু 'নার্ভ'-এর
ছবিটি কুলদীপ রায় চৌধুরীকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তার ছোট আকারের কারণে তাকে ‘কুলপি’ নামে ডাকা হয়। কুলপির সংগ্রামের সঙ্গে ধীরে ধীরে ছবিতে প্রবীণ অভিনেতা রজতাভ দত্তের সঙ্গে এক সুন্দর পিতা-পুত্রের সম্পর্ক দেখা যাবে। কুলপির বাবার চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে। পায়েল সরকারের চরিত্রের নাম কঙ্কনা। তাঁকে পছন্দ করে কুলপি, ভালবাসে।
ছবিতে খলনায়কের চরিত্রে হিলটন ব্রাগানজা। অভিনয় করেছেন বিশ্বনাথ বসু। তিনি কুলপিকে বুঝিয়ে তাঁর মাথায় 'বামন' সত্ত্বাটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাঁকে বাধ্য করেন 'বামন' হয়ে বেঁচে থাকতে। এই সমস্ত প্রতিবন্ধকতা জয় করাই কুলপির যাত্রার মূল উপাদান।
ছবির গান তৈরি করেছেন শ্রী প্রীতম, শোভন গঙ্গোপাধ্যায়, সুপ্রতীপ ভট্টাচার্য। অমিত ইশান তৈরি করেছেন আবহ সঙ্গীত। চলতি বছরের মে মাসে মুক্তি পেতে চলেছে 'কুলপি'।