Lata Mangeshkar: লতা মঙ্গেশকরের স্মৃতিতে নামকরণ হোক মেমোরিয়ালের, আর্জি পরিবারের
Lata Mangeshkar: আজ ওই স্মারকের উদ্বোধনে গিয়ে বর্ষীয়ান সঙ্গীতশিল্পী উষা মঙ্গেশকর বলেন, 'আমরা ভীষণ খুশি এই স্মারক এখানে স্থাপন করা হল। এটা আমাদের বাড়ি, প্রভু কুঞ্জ থেকে ভীষণ কাছে'
মুম্বই: প্রথম মৃত্যুদিবসে সুরসম্রাজ্ঞীকে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ। মুম্বই কোস্টার রোড প্রোজেক্ট যেন হল 'সুরের সরস্বতীর'-র নামে, আর্জি জানাল লতা মঙ্গেশকরের পরিবার। আজ হাজি আলি চকে লতা মঙ্গেশকরের স্মৃতিতে একটি স্মারক উদ্বোধনে করতে গিয়ে এই দাবি জানান বর্ষীয়ান সঙ্গীতশিল্পী উষা মঙ্গেশকর।
আজ ওই স্মারকের উদ্বোধনে গিয়ে বর্ষীয়ান সঙ্গীতশিল্পী উষা মঙ্গেশকর বলেন, 'আমরা ভীষণ খুশি এই স্মারক এখানে স্থাপন করা হল। এটা আমাদের বাড়ি, প্রভু কুঞ্জ থেকে ভীষণ কাছে। মহারাষ্ট্র সরকার ও বৃহন্মুম্বাই মিউনিসিপ্যালিটি এই মেমোরিয়ালের কাজ করছেন। আমরা আর্জি জানাচ্ছি, এই প্রোজেক্টটা লতাদিদির নামে উৎসর্গ করা হোক।'
৪০ ফুট উঁচু এই মেমোোরিয়ালটির নাম দেওয়ার কথা 'Swarancha Kalpvriksha' । পর্যটন মন্ত্রী এম পি লোধার উদ্যোগে তৈরি হচ্ছে এই মেমোরিয়াল। আগামী ৬ মাসের মধ্যে এই মেমোরিয়াল তৈরি হয়ে যাবে বলে জানা যাচ্ছে। লতা মঙ্গেশকরের স্মরণে বিশেষ বিশেষ দিনে ওই মেমোরিয়ালে বাজানো হবে তাঁর গাওয়া গান। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই তৈরি হয়ে যাওয়ার কথা এই মেমোরিয়াল।
আরও পড়ুন: Rakhi Adil Separation: 'আদিল আমায় ছেড়ে ওই মহিলার বাড়িতেই থাকে', বিচ্ছেদে শিলমোহর রাখীর
৬ ফেব্রুয়ারি, ২০২২। থেমে যায় সুরঝঙ্কার। ৯২ বছর বয়সে ইহলোক থেকে চিরতরে বিদায় নেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী (Death Anniversary)। তবে সশরীরে না থাকলেও তাঁর অজস্র গানের মধ্যে দিয়ে তিনি আজও শ্রোতাদের মনে বিরাজ করছেন।
৮ দশক দীর্ঘ কর্মজীবনে তিনি কণ্ঠ দিয়েছেন ৫ হাজারেরও বেশি গানে। একটা বা দুটো নয়, ৩৬টি ভারতীয় ভাষায় গান গেয়েছেন লতা জি। মধুবালা থেকে মাধুরী দীক্ষিত, দেশের বিভিন্ন প্রজন্মের নায়িকাদের ঠোঁটে গান গেয়েছেন তিনি।