এক্সপ্লোর
শ্রীদেবীর মতোই এই তারকাদেরও মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে
1/15

জোহরা সেহগলের ১০২ বছর বয়স হয়েছিল মৃত্যুকালে। ৬০ সালের কেরিয়ারে অভিনয়ের পাশাপাশি নাচ, কোরিওগ্রাফি, নানা সৃষ্টিশীল কাজে জড়িত থাকতে দেখা গিয়েছে তাঁকে। ২০১৪-র জুলাই মাসে তিনিও হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছেন।
2/15

গতকাল রাতে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন শ্রীদেবী। বলিউড তথা ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে হঠাত্ এমন বড় দুঃসংবাদ এই প্রথম নয়, এসেছে বহুবার। হার্ট অ্যাটাকে থেমে গিয়েছে আরও বেশ কয়েকজন নামী তারকা অভিনেতা, অভিনেত্রীর কেরিয়ার, জীবন। শূন্যতা তৈরি হয়েছে সিনে দুনিয়ায়।
Published at : 25 Feb 2018 01:30 PM (IST)
View More






















