এক্সপ্লোর
দিওয়ালিতে ভক্তদের উপহার, বিয়ের প্রতিশ্রুতি নিলেন বিরাট-অনুষ্কা!

নয়াদিল্লি: দিওয়ালিতে ভক্তদের সবচেয়ে সেরা উপহারটি দিলেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। বিয়ের প্রতিশ্রুতি নিলেন দেশের অন্যতম চর্চিত এই জুটি। তবে জানা গিয়েছে বিয়ের প্রতিশ্রুতিটা একটি বিজ্ঞাপনের শ্যুটের জন্যে নিয়েছেন। শুক্রবারই প্রকাশ্যে এসেছে সেই বিজ্ঞাপনটি, যার বিভিন্ন ঝলক দেখা গিয়েছে আগে। তবে বিজ্ঞাপনে মোটেই পাত্র-পাত্রীর ভূমিকায় নেই বিরুষ্কা। কিন্তু তাঁরা খুব মিষ্টিভাবে সারাজীবন একসঙ্গে থাকার প্রতীজ্ঞা করেছেন। প্রতিশ্রুতি নেওয়ার সময় বিরাটকে দেখা গিয়েছে বলতে বিয়ের পর তিনিই রান্না করবেন। অনুষ্কার পাল্টা প্রতীজ্ঞা, তিনি যা রাঁধবেন কোহলির লেডি লভ তাই খাবেন। মান্যবরের পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপন এটি। বিরাট মান্যবরের প্রতিনিধি ছিলেন। মান্যবরের ঐতিহ্যশীল পোশাক মোহের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অনুষ্কা। অ্যাড শ্যুট হলেও, একে অপরের চোখে কার্যত হারিয়ে গিয়েছেন এই প্রেমিক জুটি। দেখুন সেই বিজ্ঞাপনের ঝলক।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















