Tu Jhoothi Main Makkaar: তাঁর ছবিতে কেন নায়িকারাই ভিলেন হন? জানালেন লভ রঞ্জন
Luv Ranjan: পরিচালকের প্রায় সব ছবিতেই নায়িকাকে দেখা যায় ভিলেনের চরিত্রে। কেন এমন রাখেন? জানালেন লভ রঞ্জন।
মুম্বই: পর্দায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor)। পরিচালক লভ রঞ্জনের (Luv Ranjan) ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার' -এ (Tu Jhooti Main Makkar) দেখা যাবে তাঁদের। পরিচালকের প্রায় সব ছবিতেই নায়িকাকে দেখা যায় ভিলেনের চরিত্রে। কেন এমন রাখেন? জানালেন লভ রঞ্জন।
কেন নায়িকাকেই ভিলেনের চরিত্রে রাখেন পরিচালক লভ রঞ্জন?
'পেয়ার কা পঞ্চনামা' , 'সোনু কি টিটু কি সুইটি'র মতো ছবি তৈরি করেছেন পরিচালক লভ রঞ্জন। তাঁর প্রায় সব ছবিতেই মহিলা চরিত্রটিকে প্রধান ভিলেনের চরিত্র হিসেবে তুলে ধরেন। কী কারণে তিনি খলনায়কের পরিবর্তে খলনায়িকা দেখান তাঁর ছবিতে, সে সম্পর্কের জানালেন লভ রঞ্জন। পরিচালক বলছেন, 'আরও অনেক ছবি আছে, যেখানে মহিলা চরিত্রকে খলনায়িকার ভূমিকায় দেখা গিয়েছে। অনেক পরিচালকই এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন। আমার মনে হয়, ছবিতে যতক্ষণ না একটা পজেটিভ চরিত্র আর একটা নেগেটিভ চরিত্র থাকবে, ততক্ষণ দর্শককে আকৃষ্ট করতে পারবে না। আর আমার সব ছবিতেই নায়িকাকে ভিলেন হিসেবে দেখানোটা সম্পূর্ণই ক্রিয়েটিভ একটা সিদ্ধান্ত। এটা দর্শক দেখতেও পছন্দ করে।'
আরও পড়ুন - Bollywood Celebrity Updates: কঠিন পরিস্থিতিতে পাশে ছিলেন অক্ষয়, জানালেন ইমরান
'তু ঝুটি ম্যায় মক্কার' (Tu Jhooti Main Makkar) । ২৩ জানুয়ারি প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার। ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, রণবীর কপূর ও শ্রদ্ধা কপূর একে অপরের প্রেমে পড়েন। তাঁদের সম্পর্ক মধুর পর্যায়ে যেতেই তাঁরা একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্দান্ত নেন। কিন্তু গল্পে ট্যুইস্ট আসে সেখানেই। শ্রদ্ধার অভিনীত চরিত্রটা আচমকাই বদলে যায়। বিয়ের বিরুদ্ধে চলে যায় সে। আর রণবীরকে নিজের পরিবারের কাছে খারাপ ছেলে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে। এভাবেই এগোতে থাকে ছবির গল্প।
'তু ঝুটি ম্যায় মক্কার' ছবির প্রসঙ্গে লভ রঞ্জন বলছেন, 'ভালোবাসা একটা অত্যন্ত জটিল বিষয়। আজকের দিনের ছবিতে কেন আমরা এই বিষয়টাকে নিয়ে কিছুটা মজার আঙ্গিকে তুলে ধরব না। তবেই তো সেটা আরও অনেক বেশি আকর্ষণীয় হবে।' প্রসঙ্গত, প্রেম ভালোবাসার ছবিকে অন্যভাবে দেখানোর জন্য বি টাউনে অত্যন্ত জনপ্রিয় পরিচালক লভ রঞ্জন। এই ছবিটি প্রযোজনা করেন লভ রঞ্জন নিজে এবং অঙ্কুর গর্গ।