এক্সপ্লোর
Mahesh Bhatt Birthday: ‘তুমি ভালো মানুষ, আর কিছু বিশ্বাস করি না’- জন্মদিনে মহেশ ভট্টকে লিখলেন আলিয়া
আজ পরিচালকের ৭২ তম জন্মদিন। সমস্ত বিতর্ক পেরিয়ে জন্মদিনে বাবার সমর্থনে খোলা চিঠি লিখলেন আলিয়া ভট্ট। ইনস্টাগ্রামে পোস্ট করে লিখলেন, ‘শুভ জন্মদিন আমার মুফাসা.. তুমি ভালো মানুষ! কোনওদিন অন্যকিছু বিশ্বাস করিনি'।
মুম্বই: সুশান্ত সিং রাজপুত মামলায় বারবার জড়িয়ে গিয়েছে তাঁর নাম। সুশান্তের প্রেমিকা রিয়ার সঙ্গে তার সম্পর্কের ওপর প্রশ্নচিহ্ন উঠেছে একাধিকবার। তিনি মহেশ ভট্ট। আজ পরিচালকের ৭২ তম জন্মদিন। সম্প্রতি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তাঁর নতুন ছবি ‘সড়ক ২’। সমস্ত বিতর্ক পেরিয়ে জন্মদিনে বাবার সমর্থনে খোলা চিঠি লিখলেন আলিয়া ভট্ট। ইনস্টাগ্রামে পোস্ট করে লিখলেন, ‘শুভ জন্মদিন আমার মুফাসা.. তুমি ভালো মানুষ! কোনওদিন অন্যকিছু বিশ্বাস করিনি'।
আলিয়া ইনস্টাগ্রামে মহেশ ভট্টকে নিজের 'মুফাসা' বলে উল্লেখ করেন আলিয়া। আর বাবার জন্য লেখা আবেগঘন বার্তায় দুটো ছবি জুড়ে দেন ‘কলঙ্ক’ নায়িকা। একটিতে দেখা যায় চারকোলের স্কেচ- যেখানে সিম্বার বাবা মুফাসাকে আদরে ভরিয়ে দিচ্ছে একটি ছোট্ট মেয়ে। তবে এটি কার আঁকা তা নিয়ে খোলসা করেননি আলিয়া। অপর ছবিতে ছোটবেলার একটি মিষ্টি ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেখানে মহেশের সঙ্গে দেখা যাচ্ছে ছোট্ট আলিয়াকে।
আলিয়া বাবার উদ্দেশে লেখেন- 'আমার খুব বেশি কিছু বা খুব গভীর কিছু আজ বলবার নেই.. আমাদের এই বছরের সময়টা খুব ঘটনাবহুল একটা ক্যাপশনে ধরানোর জন্য.. তবে আমি একটা কথা বলতে চাই…একটা কথা আমাদের দুজনের প্রিয় ফিল্ম থেকে…
'নিজের মনের ভিতর দেখ, তুমি আরও বেশি কিছু অর্জন করতে পারবে। যা করেছো তার চেয়ে… মনে রেখো তুমি আসলে কে.. সবসময় মনে রেখ!
শুভ জন্মদিন আমার মুফাসা.. তুমি ভালো মানুষ! কোনওদিন অন্যকিছু বিশ্বাস করিনি'।
‘সুইটহার্ট’ মহেশ ভাটের জন্য ইনস্টাগ্রামে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পোস্ট করেন দ্বিতীয় স্ত্রী সোনি রাজদানও।
মহেশ ভট্টের প্রথম পক্ষের কন্যা পূজাও এদিন বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ইনস্টাগ্রামে লেখেন- ‘তুমি আমার নাম পূজা রাখলেও, এটা শিখিয়েছো সহজ-সরল জীবনের জন্য কোনওদিন প্রার্থনা না করতে’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement