Mahhi Vij: জয়ের সঙ্গে ছবি, সোশ্যাল মিডিয়ায় 'নোংরা খবর' ছড়াতে নিষেধ! আদৌ বিচ্ছেদ হয়েছে মাহি ভিজের?
Mahhi Vij on Separation: আরও একটি স্টেটাসে মাহি লেখেন, 'আপনি ভীষণভাবে আশাহত হবেন, যদি আপনি মনে করেন, আপনি কোনও মানুষের জন্য যা যা করবেন, উল্টোদিকের মানুষটাও আপনার জন্য ঠিক তাই তাই করবে।'

কলকাতা: আদৌ কি বিচ্ছেদের পথে হেঁটেছেন অভিনেত্রী মাহি ভিজ (Mahhi Vij) আর জয় ভানুশালী (Jay Bhanushali)? গতকালই, যুগ্মভাবে একটি পোস্টে জয় আর মাহি লিখেছিলেন, তাঁরা বিচ্ছেদের পথে হাঁটছেন। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই, সোশ্যাল মিডিয়ায় এক্কেবারে উল্টো বার্তা। জয়ের সঙ্গে নতুন ছবি পোস্ট করে মাহি বললেন, গতকাল তাঁর কথা পোস্ট নাকি আদৌ জয়কে নিয়ে ছিলই না! সংবাদমাধ্য়ম শুধু শুধুই গোটা বিষয়টাকে নিয়ে খবর লিখেছে! গোটা বিষয়টা ভিত্তিহীন।
সোশ্যাল মিডিয়ায় আজ জয়ের সঙ্গে একটি ছবি পোসেট করেছেন মাহি। সেখানে দেখা যাচ্ছে, জয় ও মাহি, ২ জনের মুখেই মাস্ক পরা। সেখানে মাহি লিখেছেন, 'এই তো আমরা। শুধুমাত্র লাইক এবং কমেন্টের জন্য সংবাদমাধ্যম যে কোনও পর্যায়ে চলে যাচ্ছে। গতকালের স্টোরিটা আদৌ জয়কে নিয়ে ছিলই না। নোংরা কথাবার্তা ছড়ানো বন্ধ করুন।' এর আগে, আরও একটি পোস্ট শেয়ার করে মাহি লেখেন, 'মানুষ সুন্দর আত্মা, দয়ালু মন এবং ভাল এনার্জি পছন্দ করে। তাই কখনও ভাল মানুষ হওয়া থেকে পিছিয়ে আসবেন না।'
আরও একটি স্টেটাসে মাহি লেখেন, 'আপনি ভীষণভাবে আশাহত হবেন, যদি আপনি মনে করেন, আপনি কোনও মানুষের জন্য যা যা করবেন, উল্টোদিকের মানুষটাও আপনার জন্য ঠিক তাই তাই করবে।' এরপরে জিমে শরীরচর্চার একাধিক স্টেটাস শেয়ার করে নেন তিনি। তবে মাহি কী সত্যিই জয়ের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছেন নাকি গোটাটাই পরিকল্পিত মজা? সংবাদমাধ্যমকে বিভ্রান্ত করার চেষ্টা?
গতকালই সোশ্যাল মিডিয়ায় মাহি আর জয় জানিয়েছিলেন, তাঁরা তাঁদের একসঙ্গে চলার সফর শেষ করতে চলেছেন। তাঁরা স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। কিন্তু তাঁদের গল্পে কোনও খলনায়ক নেই। কোনও নেতিবাচকতা নেই। তাঁরা সবসময় একে অপরের পাশে থাকবেন। মাহি আর জয়ের ৩ সন্তান রয়েছে। দাম্পত্য ভাঙলেও, মিলেমিশে সন্তানের দায়িত্ব পালন করবেন তাঁরা। দাম্পত্য ভাঙলেও, তাঁদের বন্ধুত্ব থেকে যাবে, এমনটাই জানিয়েছেন জয় এবং মাহি। সংসারে থেকে অশান্তির চেয়ে, আলাদা থেকে শান্তিতে থাকা ভাল। সেই কারণেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। ২ জনের পথ আলাদা হয়েছে ঠিকই, কিন্তু তাঁরা একে অপরের পাশে থাকবেন, যে কোনও সমস্যায়, এমনটাই জানিয়েছেন জয় ও মাহি। যুগ্মভাবে সন্তানের দায়িত্ব পালন করলেও, সন্তান কার কাছে থাকবে, তা খোলসা করেননি মাহি ও জয়।






















