এক্সপ্লোর
Advertisement
ডাক্তাররা ৬৭টা কাচের টুকরো বের করেন মুখ থেকে! দুর্ঘটনায় জখম হওয়ার কথা জানালেন মহিমা চৌধুরি
বলিউডে নিজের জায়গা করে নেওয়া এক বাঙালি নায়িকার নাম মহিমা চৌধুরি। সম্প্রতি নিজের জীবনে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি বললেন মহিমা।
মুম্বই: শাহরুখ খানের বিপরীতে 'পরদেশ' ছবিতে তাঁকে দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক। এরপর সঞ্জয় দত্তের সঙ্গে 'দাগ দ্য ফায়ার' ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। বলিউডে নিজের জায়গা করে নেওয়া এই নায়িকার নাম মহিমা চৌধুরি। সম্প্রতি নিজের জীবনে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি বললেন মহিমা। সেই সময় অজয় দেবগণ ও কাজলের প্রোডাকশনের ছবি 'দিল কেয়া করে' তে কাজ করছিলেন তিনি। সেই সময় একটা ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে মহিমার গাড়ির। গাড়ির কাঁচ ভেঙে মুখে ঢুকে যায় তাঁর।
মহিমা জানান, দুর্ঘটনার পর তাঁর মুখ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার করে তাঁর মুখ থেকে বের করা হয় ৬৭ টা কাচের টুকরো। তিনি আরও বলেন, 'আমি আয়নায় নিজের মুখ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। একাধিকবার অস্ত্রোপচার হয় মুখে। আমায় অনেকদিন অন্ধকার ঘরে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা।'
দুর্ঘটনার জন্য ছেদ পড়ে তাঁর অভিনয় কেরিয়ারে। কিন্তু আবার অন্যধারার ছবিতে অভিনয় করার ইচ্ছাপ্রকাশ করেছেন মহিমা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement