Srijato on Pushpa: কেবল গান লেখা নয়, 'পুষ্পা' বাংলায় মুক্তি পাওয়ার পিছনে অন্য অবদানও রয়েছে শ্রীজাতর!
Srijato Bandyopadhyay on Pushpa The Rule: অন্যান্য ভাষার সঙ্গে সঙ্গে এই ছবিটি মুক্তি পাচ্ছে বাংলাতেও। আর এই ছবির সমস্ত গান ও বাংলা সংলাপগুলি লিখেছেন বাঙালি কবি.. শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
কলকাতা: এই ছবির যে গান তিনিই লিখেছেন, সেই কথা এতদিন সবাই জেনে গিয়েছেন। মুক্তিও পেয়ে গিয়েছিল বাংলায় এই ছবির একটি গান। তবে শুধু গান নয়, 'পুষ্পা-২' (Pushpa 2) -এর বাংলা সংলাপও নাকি লিখেছেন তিনিই। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandyopadhyay)। সোশ্যাল মিডিয়ায় 'পুষ্পা'-র বাংলা ট্রেলার শেয়ার করে তিনি প্রকাশ্যে আনলেন সেই কথা।
অল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana) অভিনীত 'পুষ্পা-দ্য রুল' ছবিটি মুক্তি পাবে সামনেই। অন্যান্য ভাষার সঙ্গে সঙ্গে এই ছবিটি মুক্তি পাচ্ছে বাংলাতেও। আর এই ছবির সমস্ত গান ও বাংলা সংলাপগুলি লিখেছেন বাঙালি কবি.. শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। লেখকের কথায়, 'কেবল সবক'টা গান লিখেই ছুটি হয়নি আমার, উল্টে গোটা ছবি'র সংলাপ লেখার গুরুভারও এসে চেপেছিল কাঁধে। খুবই কঠিন কাজ, যে একবার না-করেছে, তার পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। সম্পূর্ণ অন্য ভাষার ভাব ও প্রকাশভঙ্গিকে সময়সীমা মাথায় রেখে নিজের ভাষায় অকৃত্রিম ভাবে সাজানোর কাজ যথেষ্ট ঝামেলার। এ নিয়ে পরে একখানা লম্বা রচনাও লেখা যেতে পারে।