Pushpa The Rule: 'পুষ্পা: দ্য রুল'-এর সেট থেকে প্রথম ছবি প্রকাশ্যে, উত্তেজনা তুঙ্গে
Allu Arjun: সোমবার সোশ্যাল মিডিয়ায় 'পুষ্পা: দ্য রুল'-এর নির্মাতারা একটি ছবি পোস্ট করেন। সিনেমার সেট থেকে 'বিহাইন্ড দ্য ক্যামেরা' ছবি বেশ সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।
নয়াদিল্লি: ২০২১ সালে মুক্তি পেয়েছে 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise)। আইকন স্টার অল্লু অর্জুনের (Icon Star Allu Arjun) অদেখা অবতার, সঙ্গে সুন্দরী 'শ্রীভল্লি'র (Srivalli) চরিত্রে রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna), গোটা দেশে ঝড় তুলেছিল। সেই উন্মাদনার রেশ এতটাই যে দর্শক মুখিয়ে ছবির দ্বিতীয় পর্বের জন্য। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে 'পুষ্পা: দ্য রুল' (Pushpa: The Rule) ছবির। দর্শকদের মধ্যে উত্তেজনা চরমে। এবার সেই সেট থেকেই প্রকাশ্যে এল ছবি।
'পুষ্পা: দ্য রুল'-এর সেট থেকে প্রকাশ্যে প্রথম ছবি
সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি পোস্ট হলে তা ভাইরাল হতে সময় বিশেষ নেয় না। তার ওপর সেটা যদি হয় 'পুষ্পা'র সেট থেকে প্রকাশিত প্রথম ছবি। দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তো তৈরি হবেই।
সোমবার সোশ্যাল মিডিয়ায় 'পুষ্পা: দ্য রুল'-এর নির্মাতারা একটি ছবি পোস্ট করেন। সিনেমার সেট থেকে 'বিহাইন্ড দ্য ক্যামেরা' ছবি বেশ সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। শেয়ার করা ছবিতে স্পষ্ট, পুরোদমে কাজ চলছে যে। পরিচালক, চিত্রগ্রাহক সকলেই ব্যস্ত। ফের ধামাকা তৈরি করতে প্রস্তুতি নিচ্ছেন সকলে।
View this post on Instagram
সকলের প্রিয় 'শ্রীভল্লি' এদিন সেই ছবি শেয়ার করে লেখেন 'ওই দেখুন! শুরু হচ্ছে আবার।' প্রসঙ্গত, ছবির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পুজো অর্চনার মাধ্যমে ছবির শ্যুটিং শুরু হয়েছে। এবারে 'পুষ্পা' আরও বড়, বিশাল হয়ে আসবে, দাবি নির্মাতাদের।
🔥🔥🔥🔥 look at thaaaaat! 🔥 it’s starting y’all 💃🏻 https://t.co/tr8VhuOvO7
— Rashmika Mandanna (@iamRashmika) October 17, 2022
আরও পড়ুন: Bangladesh News: টান পড়তে পারে বিদেশি মুদ্রার ভাঁড়ারে, নোরা ফতেহির অনুষ্ঠানে না বাংলাদেশ সরকারের