এক্সপ্লোর
টি শার্টেই কি অর্জুনের প্রতি প্রেম ব্যক্ত করলেন মালাইকা?
মালাইকার গায়ে লাভ লেখা টি শার্ট। সকলের প্রশ্ন, এই লাভ কি অর্জুনের জন্য?

মুম্বই: অর্জুন কপূর ও মালাইকা অরোরার প্রেম এখন বহুচর্চিত। গত মাসে তাঁরা বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছিল। তাঁদের বিয়েটা এখনও হয়নি ঠিকই কিন্তু প্রেম চলছে পুরোদমে। এবার মালাইকা একটি টি শার্ট পরলেন, তাতে বড় করে লেখা, লাভ। সকলেই বলছেন, এই ভালবাসার লক্ষ্য নিশ্চয় অর্জুন।
শরীর চর্চায় মালাইকার আগ্রহের কথা কারও অজানা নয়। দিনের বেশিরভাগ সময়টা জিমে কাটান তিনি, নানা ধরনের ব্যায়ামরত অবস্থায় নিজের ছবি নিয়মিত পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর এই ছবিটি তোলা হয়েছে একটি যোগ স্টুডিওর বাইরে।
পটাখা ছবিতে হ্যালো হ্যালো গানে দেখা গিয়েছে মালাইকাকে। অর্জুন ব্যস্ত আশুতোষ গোয়ারিকারের পানিপথ ছবির শ্যুটিংয়ে। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















