Arjun-Malaika Relationship: 'আমি পছন্দ করি যে..' অর্জুনের জন্মদিনের পার্টিতে নেই, মালাইকার মুখে অন্য কারও কথা?
Arjun Kapoor Birthday: আজ অর্জুন কপূরের জন্মদিন। অভিনেতা জন্মদিনের জন্য পার্টির আয়োজন করা হয়েছে আজ। আর সেখানে হাজির রয়েছেন অনেক বলিউড সেলেবরা। সঙ্গে রয়েছেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাও
কলকাতা: অভিনেত্রী মালাইকা আরোরা (Malaika Arora) ও অভিনেতা অর্জুন কপূরের (Arjun Kapoor) বিচ্ছেদের গুঞ্জন এখনও কান পাতলেই শোনা যায়। এই নিয়ে যদিও প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেতা অভিনেত্রী কেউই। তবে আজ, অর্জুন কপূরের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি যেন সেই ভাঙনের গুঞ্জনই আরও উস্কে দিল।
আজ অর্জুন কপূরের জন্মদিন। অভিনেতা জন্মদিনের জন্য পার্টির আয়োজন করা হয়েছে আজ। আর সেখানে হাজির রয়েছেন অনেক বলিউড সেলেবরা। সঙ্গে রয়েছেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাও। তবে অর্জুনের জন্মদিনে, দেখা গেল না মালাইকা অরোরাকে। যে অর্জুনের জন্মদিনে তিনি 'বার্থ ডে বয়'-কে সঙ্গে করেই উড়ে যেতেন বিদেশে, প্রেমের শহর প্যারিসে, গরম কফিতে চুমুক দিয়ে কাটত জন্মদিন, আজ সেই অর্জুনের জন্মদিনের পার্টিতে নেই মালাইকাই।
তবে যখন বলিউডের অনেকেই মেতে উঠেছে অর্জুন কপূরের জন্মদিনে, তখন একা বলে কী করছেন মালাইকা? ইনস্টাগ্রামে চোখ রাখতেই দেখা গেল, মালাইকা একটি স্টেটাস শেয়ার করে নিয়েছেন, সেখানে লেখা রয়েছে, 'আমি এমন মানুষ পছন্দ করি যাঁরা আমার চোখের আড়াল হলেও যাঁদের চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়'। এই স্টেটাস দিয়ে কী মালাইকা অর্জুনের দিকে ইঙ্গিত করেছেন? অর্জুন তাঁর বিশ্বাস ভেঙেছে, এই কথাই কি বলতে চান তিনি? উত্তর নেই।
সোশ্যাল মিডিয়ায় এই বছর মালাইকার তরফ থেকে অর্জুনকে শুভেচ্ছা জানিয়ে কোনও পোস্টই দেখা যায়নি। এর আগের বছরও মালাইকা অর্জুনের সঙ্গে আদরে, ভালবাসায় মাখামাখি একটি পোস্ট শেয়ার করে নিয়েছিলেন। তবে এই বছরে কোনও পোস্ট করেননি তিনি। কেবল শেয়ার করে নিয়েছেন বিশ্বাস, বিশ্বাসভঙ্গের একটি পোস্ট। এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বা সংবাদমাধ্যমের সামনে নিজেদের বিচ্ছেদ নিয়ে কোনও কথা বলেননি অর্জুন বা মালাইকা কেউই। তবে দীর্ঘদিন ধরে তাঁদের একসঙ্গে না দেখে, সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় একসঙ্গে কোনও ছবি না দেখে অনেকেই ভেবে নিয়েছেন, তাঁদের সম্পর্ক আর নেই।
View this post on Instagram
আরও পড়ুন: Jahnavi Kapoor: বিমানবন্দরে নামতেই বিপত্তি, মেকআপ বিহীন জাহ্নবীকে ঘিরে ধরলেন অনুরাগীরা!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।